fbpx
গুরুত্বপূর্ণদেশহেডলাইন

ওড়িশায় খতম হল ৪জন মাওবাদী

যুগশঙ্খ ডিজিটাল ডেস্ক: খতম হল ৪ জন মাওবাদী। ওড়িশায় স্পেশাল অপারেশন গ্রুপ তথা এসওজি-র সঙ্গে গুলির লড়াইয়ে খতম হয় এই ৪ মাওবাদী। মাওবাদীদের সঙ্গে সংঘর্ষে জখম হয়েছেন এক জওয়ানও। ওড়িশায় কালাহান্দী-কান্দামাল বর্ডারে মাওবাদীদের সঙ্গে গুলির লড়াই শুরু হয় স্পেশাল অপারেশন গ্রুপ তথা এসওজি-র। দুপক্ষের মধ্যে বেশ কিছুক্ষণ চলে গুলির বিনিময়। এরপর ৪জন মাওবাদীকে খতম করতে সক্ষম হয় এসওজির সদস্যরা।

[আরও পড়ুন- পুজোর প্রসাদ খেয়ে অসুস্থ গ্রামের শতাধিক মহিলা ও শিশু]

ওড়িশা পুলিশের তরফে বলা হয়েছে, এসওজি জওয়ানদের কাছে গোপন সূত্রে খবর আসে যে, ওই এলাকায় একত্রিত হয়েছে কয়েকজন মাওবাদী। তারপরই সেখানে যৌথ অপারেশন চালায় এসওজি ও ডিস্ট্রিক্ট ভলান্টিয়ারি ফোর্স। ঘটনাস্থল থেকে অনেক আগ্নেয়াস্ত্র উদ্ধার করেছে পুলিশ। কানাহান্দি পুলিশের পক্ষ থেকে বলা হয়েছে যে, এর আগে ৮ সেপ্টেম্বর কান্দামাল বর্ডারে মাও দমনে বিশেষ অভিযান চালিয়েছিল এসওজি ও ডিস্ট্রিক্ট ভলান্টিয়ারি ফোর্স।

 

Related Articles

Back to top button
Close