
যুগশঙ্খ, ওয়েবডেস্ক: অস্থির জম্মু-কাশ্মীর। পর পর কয়েকটি খুনের ঘটনায় উত্তপ্ত উপত্যকা। গত ২৪ ঘণ্টায় জম্মু ও কাশ্মীরে চার সন্ত্রাসবাদী নিহত হয়েছে। AK-56, গ্রেনেড এবং গোলাবারুদ সহ বিপুল পরিমাণ অস্ত্রও উদ্ধার করা হয়েছে বলে জানিয়েছে পুলিশ।
নিহত সন্ত্রাসবাদীদের মধ্যে তিনজন পাকিস্তানি, চতুর্থ জনের পরিচয় জানার চেষ্টা করা হচ্ছে বলে পুলিশ জানিয়েছে।
লাগাতার নাশকতার ঘটনায় উদ্বিগ্ন কেন্দ্রীয় সরকার। ইতিমধ্যেই কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ আন্তঃসীমান্ত ড্রোন ব্যবহারের বৃদ্ধি এবং স্টিকি বোমার হুমকির পরিপ্রেক্ষিতে জাতীয় নিরাপত্তা উপদেষ্টা অজিত ডোভালের সঙ্গে একটি উচ্চ পর্যায়ের বৈঠক করেছেন। অমিত শাহ জানিয়েছেন, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির “সমৃদ্ধ ও শান্তিপূর্ণ জম্মু কাশ্মীরের” লক্ষ্য পূরণ করার জন্য এমনটাই প্রয়োজন ছিল। অমরনাথা যাত্রা নিয়েও প্রায় তিনটি বৈঠক করা হয়েছে কেন্দ্রের তরফে।