fbpx
কলকাতাহেডলাইন

অনলাইনে ফ্রি ভোগপ্রসাদ, সঙ্গে মাস্ক, নয়া চমক প্রথম ডিজিটাল গণেশ পুজোয়

শরণানন্দ দাস, কলকাতা: বিধাননগর যুবক সঙ্ঘের প্রথম ডিজিটাল গণেশ পুজোর উদ্বোধন হল বুধবার। উদ্বোধন করলেন দমকলমন্ত্রী সুজিত বসু। করোনার জেরে শহরে পরপর দুদিন বৃহস্পতি ও শুক্রবার সম্পূর্ণ লকডাউন। তাই পুজোর দুদিন আগেই এবারের গণেশ পুজোর উদ্বোধন হলো।

এবারের পুজোর আর একটি চমক হল অনলাইনে পুজো দেওয়া যাবে নামগোত্র রেজিস্ট্রি করে,ভোগের জন্য হোম ডেলিভারির বুকিং ও করা যাবে। ভোগবিতরণ করা হবে সম্পূর্ণ বিনামূল্যে, উপরি পাওনা প্রতিটি ভোগের প্যাকেটের সঙ্গে ফ্রি মাস্ক। অবশ্য কেউ পুজোয় প্রণামী দিতে চাইলে অনলাইনেই দিতে পারবেন। এজন্য ‘ Bidhannagar Ganesh Chaturthi Mahotsav’ ফেসবুক পেজে ক্লিক করতে হবে। আগামী ২২ আগস্ট এই ফেসবুক পেজেই দেখা যাবে গণেশপুজো। এ বছরের থিম ‘ গৃহকোণে বিনায়ক।’

যুবসঙ্ঘের সভাপতি অনিন্দ্য চট্টোপাধ্যায় বলেন, ‘ এবছর আমাদের পুজো ১২ বছরে পা দিলো। করোনার কারণেই আমরা ডিজিটাল গণেশ পুজোর আয়োজন করেছি। দেশ-বিদেশের নানা প্রান্ত থেকে আমাদের উদ্যোগকে স্বাগত জানানো হয়েছে।ইতিমধ্যেই আমেরিকার নিউজার্সির বাঙালি সংগঠন ‘ সৃষ্টি’ এই পুজোর সঙ্গে যুক্ত হয়েছে। ওদের মাধ্যমে আমেরিকার বিভিন্ন প্রান্তে ছড়িয়ে থাকা বাঙালি সংগঠনগুলো এই পুজোর আপডেট পেতে থাকবেন। এছাড়াও ‘ বিলেতে বাঙালি’,’ ইণ্ডিয়ান বেঙ্গলিস ইন ইউকে’, ‘আড্ডা’ প্রবাসী বাঙালি সংগঠনগুলো প্রচারে সহযোগিতা করছে।’

আরও পড়ুন: অনলাইনে ফ্রি ভোগপ্রসাদ, সঙ্গে মাস্ক, নয়া চমক প্রথম ডিজিটাল গণেশ পুজোয়

বুধবার উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিধাননগরের মেয়র কৃষ্ণা চক্রবর্তী, ডেপুটি মেয়র তাপস চট্টোপাধ্যায়, প্রাক্তন পরিবহণমন্ত্রী মদন মিত্র প্রমুখ। গণপতি বিঘ্নবিনাশক। করোনার সঙ্কট মুক্তির প্রার্থনায় শনিবার শামিল হবে শহর।

Related Articles

Back to top button
Close