fbpx
আন্তর্জাতিকগুরুত্বপূর্ণহেডলাইন

মহিলাদের স্বাস্থ্য সুরক্ষায় বিনামূল্যে স্যানিটাইজার প্যাড, নয়া আইন সরকারের

যুগশঙ্খ ডিজিটাল ডেস্ক: ঋতুস্রাবকালীন মহিলাদের বিনামূল্যে দেওয়া হবে স্যানিটারি প্যাড। রীতিমত আইন এনে এমন সিদ্ধান্ত নিয়েছে স্কটল্যান্ড সরকার। এই আইনে বলা হয়েছে যে, এবার থেকে ঋতুস্রাবকালীন পণ্যের প্রয়োজন হলে মহিলারা বিনামূল্যে সেগুলি সংগ্রহ করতে পারবে। এই বিলের নাম ‘পিরিয়ড প্রোডাক্টস (ফ্রি প্রভিসন)। বিল অনুযায়ী, প্রয়োজনে সেই দেশের দেশের সব ওষুধের দোকান, ক্লাব, কমিউনিটি সেন্টারে বিনামূল্যে স্যানিটারির সামগ্রী পাওয়া যাবে। এছাড়াও স্কুল-কলেজ, বিশ্ববিদ্যালয়ের পড়ুয়াদের জন্যও স্যানিটারি প্যাড বিনামূল্যে দেওয়ার বন্দোবস্ত করা হয়েছে। স্কটল্যান্ড সরকারের এই আইনকে স্বাগত জানিয়েছেন সমাজবিজ্ঞানী ও গবেষকরাও।

মঙ্গলবার স্কটল্যান্ডের সংসদে পাস হয় বিলটি। এদিন এই বিলটি উত্থাপন করেন সংসদ সদস্য মনিকা লেনন। আর এই বিল পাস হওয়ার পরেই সেই দেশের মহিলারা আনন্দে মেতে ওঠেন। স্কটল্যান্ড সরকার ৮৭ লক্ষ পাউন্ড খরচ করেছে এই কর্মসূচির জন্য। ২০২২ সাল পর্যন্ত নেওয়া হয়েছে এই কর্মসূচী।

আরও পড়ুন- হোমটাস্ক না করায় কেজি পড়ুয়ার ঠোঁটে ছাঁকা! চাঞ্চল্য

উল্লেখ্য, ২০১৬ সাল থেকেই মেয়েদের ঋতুস্রাবকালীন পণ্য বিনামূল্যে সরবরাহের দাবিতে সরব হয়েছিলেন সংসদ সদস্য মনিকা লেনন। তিনি ‘পিরিয়ড পোভার্টি’ নামে একটি আন্দোলনও করেছিলেন। অবশেষে দীর্ঘ ৪ বছর পর সংসদে পাস হয় এই বিল। এছাড়াও ২০১৬ সাল থেকেই দেশটির একাধিক নারী সংগঠনও এই বিলের দাবিতে সরব হয়েছিলেন। দেশের দুই হাজার মহিলাদের উপরে এক সমীক্ষা চালিয়েছিল ‘ইয়ং স্কট’ নামে একটি সংস্থা। ওই সমীক্ষায় উঠে আসে, স্কটল্যান্ডের স্কুল, কলেজ ও বিশ্ববিদ্যালয়ে ঋতুস্রাবকালীন প্রয়োজনীয় পণ্য পেতে চার জনের মধ্যে একজন চরম সমস্যায় পড়েন। ১০ শতাংশ মেয়ের ঋতুস্রাবকালীন প্রয়োজনীয় পণ্য কেনার আর্থিক সামর্থ্য নেই। ১৫ শতাংশ মেয়েকে এসব পণ্য পেতে ভোগান্তির স্বীকার হন। অস্বাভাবিক মূল্যের কারণে ১৯ শতাংশ উচ্চমানের পণ্য ব্যবহার করতে পারেন না।

 

Related Articles

Back to top button
Close