পশ্চিমবঙ্গহেডলাইন
৩১ নম্বর জাতীয় সড়কে দুর্ঘটনার কবলে পণ্যবোঝাই ট্রাক

হিতৈষী দেবনাথ, আলিপুরদুয়ার: আলিপুরদুয়ার ২ ব্লকের ৩১ নম্বর জাতীয় সড়কের উত্তর পারোকাটা চৌপতি সংলগ্ন এলাকায় মঙ্গলবার সকালে দুর্ঘটনার কবলে পড়ল একটি পণ্যবোঝাই ট্রাক। জাতীয় সড়কের উত্তর পারোকাটা চৌপতি সংলগ্ন এলাকায় একটি কালভার্ট বেহাল থাকার দরুন, দুর্ঘটনাগ্রস্ত ট্রাকের, সম্মুখের ট্রাক ব্রেক করার ফলে নিয়ন্ত্রণ হারিয়ে ধাক্কা লাগে।
আরও পড়ুন: ‘পাশে আছি অস্ট্রিয়া’, জঙ্গি হামলা নিয়ে শোক প্রকাশ প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির
যদিও এই ভয়াবহ দুর্ঘটনায় চালক সহ ২ জন অক্ষত অবস্থায় রয়েছেন। ঘটনাস্থলে পৌঁছেছে শামুকতলা থানার অন্তর্গত শামুকতলা রোড ফাঁড়ির পুলিশ। পুলিশ সূত্রে খবর, গোটা দুর্ঘটনার তদন্ত চলছে।
আরও পড়ুন: তৃণমূল কংগ্রেসে থাকলেই সৎ, আর দল ছেড়ে বেরিয়ে গেলেই সমাজবিরোধী: অগ্নিমিত্রা