fbpx
আন্তর্জাতিকগুরুত্বপূর্ণহেডলাইন

ফ্রান্সে প্রবেশে নিষেধাজ্ঞার মুখে বাংলাদেশি পাকিস্তানিরা? লা পেনের দাবিতে জল্পনা প্যারিসে

যুগশঙ্খ ডিজিটাল ডেস্ক: ফ্রান্সের নতরদাম চার্চে ইসলামিক সন্ত্রাসী হামলার পর অবশেষে মুখ খুললেন দক্ষিণপন্থী বিরোধী নেত্রী মারিন লে পেন। প্রেসিডেন্ট মাক্রোর বিরুদ্ধে দক্ষিণ এশিয়ার বাংলাদেশ ও পাকিস্তানিরা যেভাবে হিংসাত্মক বিরোধিতা প্রদর্শন করেছে তার জন্য বাংলাদেশ পাকিস্তানিদের ফ্রান্সে প্রবেশে নিষেধাজ্ঞা জারির দাবি তোলেন মারিন।

শনিবার নিজের টুইটার মারফত এমনই দাবি করেছেন ফ্রান্সের বিরোধী নেত্রী। দেশে জাতীয় সুরক্ষার স্বার্থে দ্রুত বাংলাদেশ পাকিস্তানিদের ওপর নিষেধাজ্ঞা চাপানো দাবি তুলেছেন জনপ্রিয় এই নেত্রী।

কার্টুন বিতর্কে জেরে কমপক্ষে ১০ হাজার বাংলাদেশে পাকিস্তানি মুসলিম রাষ্ট্রের বিরুদ্ধে রাস্তায় নেমে প্রতিবাদ করেছেন। আর তার জেরেই ক্ষুব্দ হয়ে এমনই প্রতিক্রিয়া নেত্রীর।

বিতর্কে সূত্রপাত কিছুদিন আগেই ফ্রান্সের এক শিক্ষক হজরত মহম্মদের ছবি এঁকে ছাত্রদের সামনে তুলে ধরা হয় মৌলবাদী গোষ্ঠীর কুনজরে পড়তে হয় তাকে। এরপর গলা কেটে খুন করা হয় ওই শিক্ষককে। এরপরই ইসলামিক সন্ত্রাসবাদের নিন্দায় মুখর হল প্রেসিডেন্ট মাক্রো। তার কিছুদিন পরই গত বৃহস্পতিবার ফ্রান্সের নিস শহরে চার্চে ফের সন্ত্রাসী হামলা ছুরিকাঘাতে মহিলাকে হত্যা কান্ড নতুন করে মাথাচাড়া দিয়ে ওঠে উত্তেজনা। সমগ্র ঘটনাকে কেন্দ্র করে ইতিমধ্যেই ইসলামিক গোষ্ঠী রয়েছে সওয়াল করা শুরু করেছে তুরস্ক পাকিস্তান। ফ্রান্সে পাশে দাঁড়িয়েছে অন্যান্য ইউরোপীয় রাষ্ট্রগুলি। ঘটনাটিকে কেন্দ্র করে ইতিমধ্যেই একটি ধর্মীয় বিবাদ প্রকট হচ্ছে। যা ক্রমেই পরিস্থিতিকে আরো জটিল করে তুলছে।

এরইমধ্যে লা পেনের এমন মন্তব্য কিছুটা হলেও কি সেই জল্পনায় উসকে দিল ফ্রান্সের রাজনৈতিক মহলে?। মনে করছে বিশেষজ্ঞ মহল।

Related Articles

Back to top button
Close