মানুষের পাশে দাঁড়াতে এগিয়ে এল “ফ্রেন্ডস এন্ড ড্রিমস”

মিলন পণ্ডা, কাঁথি (পূর্ব মেদিনীপুর): একদিকে করোনা আবহ। প্রচণ্ড গরমে রক্তের আকাল। রক্তের আকাল দেখা দেওয়ায় সমস্যায় পড়েছেন সাধারণ মানুষ। রক্তের আকাল মেটাতে এগিয়ে এল কাঁথির একটি স্বেচ্ছাসেবী সংগঠন “ফ্রেন্ডস এন্ড ড্রিমস”। সাধারণ মানুষের পাশে দাঁড়াতে রক্তদান শিবির আয়োজন করল ওই সংগঠনের সদস্যরা।
[আরও পড়ুন- ডাস্টবিন-এর মধ্যে হাড়গোড় উদ্ধার হওয়ায় চাঞ্চল্য]
কাঁথি দেশপ্রাণ ব্লকের আলাদারপুটে ও রামনগরের ফতেপুরে দুটি পৃথক রক্তদান শিবির আয়োজন করা হয়। দুটি শিবিরে প্রায় দুই শতাধিক মানুষ স্বেচ্ছায় রক্তদান করেন। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সংস্থায় সভাপতি সায়ন্তন গিরি। সমস্ত রক্তদাতাদের হাতে ফুলের স্তবক দিয়ে অভিনন্দন জানান তিনি। সমগ্র রক্ত সংগ্রহ করে কাঁথি মহকুমা ব্লাড ব্যাঙ্ক। সংস্থায় সভাপতি সায়ন্তন গিরি বলেন, শুধু রক্তদান শিবির করি না। সারাবছর সাধারণ মানুষের সেবামূলক কাজে নিযুক্ত থাকি।