পশ্চিমবঙ্গহেডলাইন
গাগরোলকে ঘিরে আতঙ্কিত চন্দ্রকোনাবাসী
নিজস্ব সংবাদদাতা, চন্দ্রকোনা: বিশাল আকারের এক জলজ প্রাণীকে ঘিরে আতঙ্ক ছড়ালো পশ্চিম মেদিনীপুর জেলার চন্দ্রকোনা ২ নম্বর ব্লকের বাগপোতা গ্রামে। বনদপ্তর জানায় এই জলজ প্রাণীর নাম গাগরোল। জানা যায়, মঙ্গলবার বাগপোতা গ্রামের এক ক্লাবের মধ্যে এই জলজ প্রাণী টিকে দেখতে পেয়ে প্রথমে কুমির ভেবে আতঙ্ক আতঙ্কিত হয়ে পড়ে বাগপোতা গ্রামের মানুষজন।
স্থানীয়রা খবর দেয় চন্দ্রকোনা থানায় ও বনদপ্তরে দাসপুর সুলতাননগর বিটে। বনদপ্তর আধিকারিকরা এসে প্রাণীটিকে উদ্ধার করে নিয়ে যায়।রিকভারি টিমের সদস্য মলয় ঘোষ বলেন এই জলজ প্রাণীর নাম গাগরোল এটির বয়স আনুমানিক ১০ থেকে ১২ বছর। এলাকার সামনে শিলাবতী নদী হওয়ার কারণে এই এলাকায় ঢুকে গিয়েছে বলে প্রাথমিক অনুমান করছেন বনদপ্তর এর কর্মীরা।