fbpx
গুরুত্বপূর্ণদেশবিনোদনহেডলাইন

আর হাসাবে না ‘গজধর ভাইয়া’, প্রয়াত রাজু শ্রীবাস্তব, ট্যুইটে শোকজ্ঞাপন প্রধানমন্ত্রীর

যুগশঙ্খ, ওয়েবডেস্ক: সবাইকে হাসিয়ে নিজে টানা ৪২ দিন লড়াই করে হেরে গেলেন কমেডিয়ান রাজু শ্রীবাস্তব। মাত্র ৫৮ বছর বয়সেই অকালে চলে গেলেন তিনি। সকলের স্মৃতিতে পড়ে থাকল অসাধারণ বুদ্ধিমত্তা দিয়ে মঞ্চ মাতিয়ে রাখার ক্ষ্মমতা। বুধবার সাড়ে ১০টা নাগাদ নয়াদিল্লির এইমস-এ শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি। গত আগস্ট মাসে জিম করার সময়ে হৃদরোগে আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হন রাজু শ্রীবাস্তব দীর্ঘদিন ধরে ভেন্টিলেশনে ছিলেন। জিমে ট্রেড মিল করার সময়ে হঠাৎই পড়ে যান রাজু, তাঁকে সঙ্গে সঙ্গে নয়াদিল্লির এইমস হাসপাতা ভর্তি করা হয়। ৪১ দিন ধরে সেখানেই চিকিৎসা চলছিল তাঁর। বুধবার সকালে তাঁর পরিবার জানিয়েছে, এদিন সকালে এইমসেই মৃত্যু হয়েছে রাজুর। ১ সেপ্টেম্বর থেকে ভেন্টিলেশনে ছিলেন রাজু। মাঝে একটু সুস্থ হয়েছিলেন। ফের অসুস্থ হয়ে পড়ায় তাকে ভেন্টিলেশনে দেওয়া হয়। মৃত্যুর দিন পর্যন্ত ভেন্টিলেশনেই ছিলেন তিনি।

রাজু শ্রীবাস্তবের অকালপ্রয়াণে শোকজ্ঞাপন করেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। প্রধানমন্ত্রী ট্যুইটে লেখেন,’ ”রাজু শ্রীবাস্তব হাসি দিয়ে আমাদের জীবনকে উজ্জ্বল করে তুলেছিল। এরকম হাসিখুশি মানুষ খুব তাড়াতাড়ি চলে গেলেন। শিল্পের মধ্যে দিয়েই অমর হয়ে থাকবেন তিনি। তার পরিবারের প্রতি সমবেদনা রইল।”

স্ট্যান্ড কমেডি ছাড়াও বেশ কয়েকটি হিন্দি ছবিতে কমিক রোলে অভিনয় করেছিলেন রাজু। ম্যায়নে প্যার কিয়া, বম্বে টু গোয়া, আমদানি আঠানি খরচা রূপাইয়া, বাজিগর তার অন্যতম। ১৯৮০ সাল থেকে বিনোদন শিল্পের সঙ্গে জড়িত ছিলেন রাজু। ২০০৫ সালে রিয়েলিটি স্ট্যান্ড-আপ কমেডি শো দ্য গ্রেট ইন্ডিয়ান লাফটার চ্যালেঞ্জের প্রথম সিজনে অংশগ্রহণ করার পর খ্যাতি অর্জন করেছিলেন তিনি। মৃত্যুর আগে পর্যন্ত তিনি উত্তরপ্রদেশ চলচ্চিত্র উন্নয়ন পরিষদের চেয়ারম্যান ছিলেন। রাজুর সৃষ্ট ক্যারেকটার ছিল ‘গজধর ভাইয়া’।

১৯৬৩ সালের ২৫ ডিসেম্বর কানপুরে জন্ম হয় রাজু শ্রীবাস্তবের। বাবা রমেশচন্দ্র শ্রীবাস্তব ছিলেন কানপুরের প্রখ্যাত কবি। ছেলের নাম তিনি রেখেছিলেন সত্যপ্রকাশ শ্রীবাস্তব। কিন্তু রাজু বলেও পরিচিত ছিলেন। ছোট থেকেই স্বপ্ন দেখতেন কৌতুকশিল্পী হওয়ার।

 

Related Articles

Back to top button
Close