fbpx
গুরুত্বপূর্ণদেশহেডলাইন

গালওয়ান সংঘর্ষ ‘‌দুর্ভাগ্যজনক’! প্রতিপক্ষ নয় সহযোগী হিসেবে ভারতকে দেখে বেজিং: রাষ্ট্রদূত সুন ওয়েইডং

যুগশঙ্খ ডিজিটাল ডেস্ক: গালওয়ান ভ্যালী  সংঘর্ষ ‘‌দুর্ভাগ্যজনক’। ইতিহাসের একটি ছোট অধ্যায় মাত্র।’‌ জানালেন ভারতে চিনা রাষ্ট্রদূত সুন ওয়েইডং। পাশাপাশি দুই দেশের দ্বিপাক্ষিক সম্পর্ক মজবুত করার বিষয়ে আশা প্রকাশ করলেন।

সুন ওয়েইডং বললেন, ‘‌কিছুদিন আগেই সীমান্তে দুর্ভাগ্যজনক ঘটনা হয়েছে। চিন বা ভারত কেউই এমনটা চায়নি। আমরা এখন পরিস্থিতি স্বাভাবিক করার চেষ্টা করছি। এটা ইতিহাসের একটি সংক্ষিপ্ত অধ্যায় মাত্র।’‌ দিল্লিতে চিন–ভারত যুব ফোরামের একটি অনুষ্ঠানে এসব কথা বলেন চিনা রাষ্ট্রদূত। জুন মাসে গালওয়ানে দুই দেশের বাহিনীর সংঘর্ষে শহিদ হন ২০ জন ভারতীয় জওয়ান। সেই প্রসঙ্গেই একথা বলেছেন সুন।

৭০ বছর আগে ভারত এবং চিন দুই প্রতিবেশি দেশের কূটনৈতিক সম্পর্ক স্থাপিত হয়েছিল। ওয়েইডংয়ের মতে, তার পর থেকে দুই দেশের দ্বিপাক্ষিক সম্পর্ক অনেক পরীক্ষার মধ্যে দিয়ে গেছে এবং আরও দৃঢ় হয়েছে। ‘‌কোনও একটি বিষয়ের জন্য এই সম্পর্ক নষ্ট হতে পারে না। এই নতুন শতাব্দীকে দ্বিপাক্ষিক সম্পর্ক সামনের দিকে এগোতে পারে। পিছিয়ে যেতে পারে না।’‌

বর্তমান পরিস্থিতিকে সামাল দেওয়ার ক্ষমতা দুই প্রাচীন সভ্যতার ধারক দেশেরই রয়েছে। এ বিষয়ে যথেষ্ট আশাবাদী সুন। তিনি এও মনে করেন, ‘‌চিন ভারতকে প্রতিপক্ষ হিসেবে দেখে না। সহযোগী হিসেবে দেখে। হুমকির বদলে এখানে সুযোগই দেখতে পায় চিন।’‌ তাঁর আশা, আলোচনা করেই সীমান্ত নিয়ে দুই দেশের মতবিরোধ মিটিয়ে নেওয়া হবে। তার পর ফের দুই দেশের দ্বিপাক্ষিক সম্পর্ক আগের মতোই মসৃণ হবে।
চিনা রাষ্ট্রদূতের মতে, দুই দেশেরই বিবাদ এড়িয়ে শান্তির পথে চলা উচিত। কোনও দেশই দুনিয়া থেকে বিচ্ছিন্ন হয়ে উন্নয়ন করতে পারে না। ‘এক জনের লাভ মানে আর এক জনের ক্ষতি’, এমন ধ্যানধারণা থেকে দু’টি দেশেরই দ্রুত বেরিয়ে আসার সময় এসে গিয়েছে।

Related Articles

Back to top button
Close