গুরুত্বপূর্ণদেশহেডলাইন
হিমালয়ের ধাক্বা, বরফ গলা জলে বান গালওয়ান নদীতে, পিছু হঠছে PLA

যুগশঙ্খ ডিজিটাল ডেস্কঃ লাদাখের হিমালয়ের বরফ গলা জলে বান এসেছে গালওয়ান নদীতে। এবার তার জেরেই চিনা সেনাকে সীমান্ত বরাবর পিছু হঠাতে হচ্ছে৷
জানা গিয়েছে, গলওয়ান নদীতে বন্যা পরিস্থিতি তৈরি হয়েছে বলে জানিয়েছে একটি সর্বভারতীয় সংবাদমাধ্যম৷ তাদের খবর অনুযায়ী, এতে চিনা সেনাদের মুশকিলে পড়তে হচ্ছে ৷ চিনা সেনা এই মুহূর্তে গালওয়ান নদীর তীরে দাঁড়িয়ে রয়েছে ৷ ইতিমধ্যেই জলের স্তর অনেকটা ওপর অবধি পৌঁছে গিযেছে ৷ সেনাবাহিনীর এক শীর্ষাধিকারিক জানিয়েছেন এই সময়ে তাপমাত্রা বাড়ছে, যার জেরে পাহাড়ি এলাকার বরফ দ্রুত গলে যাচ্ছে ৷ আর তারই প্রভাবে দ্রুত বাড়ছে জলস্তর ৷
আধিকারিকের দাবি স্যাটেলাইট ও ড্রোন থেকে পাওয়া ছবি অনুযায়ী চিনা সেনাবাহিনী কড়া নজর রেখেছে পরিস্থিতির ওপর ৷