fbpx
দেশহেডলাইন

কোয়েম্বাটোরে নাবালিকাকে গণধর্ষণ, গ্রেফতার ৩ নাবালক

যুগশঙ্খ ডিজিটাল ডেস্ক: এক নাবালিকাকে গণধর্ষণের অভিযোগ উঠল ৩ নাবালকের বিরুদ্ধে। ঘটনায় ওই ৩ নাবালককে গ্রেফতার করেছে পুলিশ। ঘটনাটি ঘটেছে তামিলনাড়ুর কোয়েম্বাটোরের সুন্দরাপুরমে। জানাগেছে, ওই নাবালিকা কোয়েম্বাটোরের সুন্দরাপুরমে একটি বাড়িতে বাবা ও পিসির সঙ্গে ভাড়া থাকত ৷ কয়েক বছর আগেই তার মায়ের মৃত্যু হয়েছে ৷ কয়েকদিন আগে সে বাড়িওয়ালার বাড়িতে টিভি দেখতে যায় ৷

অভিযোগ, সেখানে তাকে জোর করে অশ্লীল ভিডিয়ো দেখায় দু’জন ৷ তখন কোনওরকমে সেখান থেকে পালিয়ে বাড়িতে চলে আসে সে৷ এরপর তারা ওই নাবালিকার পিছু নেয় বলে অভিযোগ ৷ জোর করে তার বাড়িতে ঢুকে পড়ে ৷ ওই দু’জনের সঙ্গে ছিল আরও একজন ৷ এরপর তাকে একাধিকবার ধর্ষণ করা হয় বলে অভিযোগ ৷

আরও পড়ুন: দেশে ভূমিকম্প অব‍্যাহত, কয়েক ঘণ্টার ব্যবধানেই ফের কেঁপে উঠল মিজোরাম ও মণিপুর

কয়েকদিন আগে তার পেটে ব্যথা শুরু হলে স্থানীয় সরকারি হাসপাতালে ভরতি করা হয় ৷ তখনই ঘটনাটি সামনে আসে ৷ এরপর ওই চিকিৎসকরাই স্থানীয় থানায় অভিযোগ দায়ের করেন ৷ অভিযোগের ভিত্তিতে পুলিশ ওই তিননকে গ্রেপ্তার করে ৷ তাদের বিরুদ্ধে পসকো আইনের ৫ ও ৬ নম্বর ধারায় মামলা দায়ের করা হয়েছে ৷

Related Articles

Back to top button
Close