গঙ্গার চর ভেঙে ক্ষতিগ্রস্ত সাধারণ মানুষ, পরিদর্শনে সাংসদ জগন্নাথ সরকার

শ্যামল কান্তি বিশ্বাস, শান্তিপুর : নদীয়া জেলার শান্তিপুর বিধানসভা এলাকার হরিপুর গ্ৰাম পঞ্চায়েতের বিস্তির্ণ এলাকা গঙ্গার কড়াল গ্ৰাসে বিলীন হতে চলেছে। প্রতিনিয়ত পার ভেঙে ক্ষতিগ্রস্ত হচ্ছে এলাকা। সমস্যা দীর্ঘদিনের হলেও বর্ষা এলে পরিস্থিতি ভয়াবহ আকার ধারণ করে।
সমস্যা প্রতিরোধে, স্থায়ী ব্যবস্থা গ্ৰহণে সরকারী উদাসীনতায় ক্ষিপ্ত এলাকাবাসী। পরিস্থিতি সরেজমিন পরিদর্শনে ইতিপূর্বেই এসেছেন জেলা শাসক বিভূ গোয়েল, সভাধিপতি রিক্তা কুন্ডু, রানাঘাট মহকুমা শাসক হর সিমরণ সিং।সেচদপ্তরের নজরে বিষয়টি এনে, দ্রুত সমাধানের আশ্বাস দিলেও কাজের কাজ হয়নি কিছুই। রানাঘাটের বিজেপি সাংসদ জগন্নাথ সরকার ক্ষতিগ্রস্ত এলাকা পরিদর্শনের এসে কথা বলেন ক্ষতিগ্রস্ত পরিবারগুলি সহ এলাকাবাসীর সঙ্গে। তিনি গ্ৰামবাসীদের আশ্বস্থ করেন, উদ্ভূত সমস্যার স্থায়ী সমাধানে তিনি ভীষনভাবে আন্তরিক।
ইতিপূর্বে উদ্ভূত সমস্যা র সমাধান কল্পে কেন্দ্রীয় সরকারের সংশ্লিষ্ট দপ্তরে বেশকিছু খসরা প্রস্তাব সহ প্রকল্প জমাও দেওয়া আছে। করোনা অতিমারী-র প্রকট ভয়াবহ আকার ধারণ না করলে হয়তো প্রকল্পের সুফল এতদিনে এলাকাবাসী পেয়ে যেতেন। পরিস্থিতি স্বাভাবিক হলে দ্রুত গঙ্গার নাব্যতা বৃদ্ধিতে ড্রেজিং সহ স্থায়ী ভাবে পার বাঁধানোর কাজ শুরু হবে ।
পাশাপাশি রাজ্যবাসীর স্বার্থে কেন্দ্রীয় সরকারের পক্ষ থেকে নদী সংস্কারে আরো কিছু প্রকল্পের কথা জানান সাংসদ জগন্নাথ বাবু । গঙ্গার ড্রেজিং, হলদিয়া বন্দরের সংস্কার, উত্তরবঙ্গের সঙ্গে জলপথে বানিজ্য শুরু, গঙ্গার তীরবর্তী এলাকায় শিল্পনগরী গড়ে তোলা, এলাকায় এলাকায় জেটি বোট চলাচলা ব্যবস্থা চালু ইত্যাদি নানা উন্নয়ন মূলক কর্মসূচি বাস্তবায়িত হবে বলে আশ্বস্ত করেন সকলকে।