fbpx
আন্তর্জাতিকহেডলাইন

চিনের কয়লা খনিতে গ্যাস লিক… এখনও নিখোঁজ ৫ শ্রমিক

যুগশঙ্খ ডিজিটাল ডেস্ক: চিনের কয়লা খনিতে গ্যাস লিক করে দুর্ঘটনার ঘটনায় এখনও পর্যন্ত নিখোঁজ ৫ শ্রমিক। এই দুর্ঘটনা কেড়ে নিয়েছে ১৮ জন শ্রমিকের প্রাণ। একজনকে উদ্ধার করা সম্ভব হয়েছে। শুক্রবার দক্ষিণ-পশ্চিমাঞ্চলের চোংকিং পৌরসভার দিয়াওসুইডং খনিতে এই দুর্ঘটনা ঘটে।  সিসিটিভি ফুটেজে দেখা গেছে, শ্রমিকরা যখন ভূগর্ভস্থ খনিতে সরঞ্জাম নিয়ে কাজ করছিলেন তখনই কার্বন মনোঅক্সাইড গ্যাস লিক করে।

উল্লেখ্য, চিনে এই খনি দুর্ঘটনা নতুন কিছু ঘটনা নয়। প্রায়শই এই ধরনের ঘটনার শিকার হন খনিতে কর্মরত হতভাগ্য শ্রমিকরা। সুরক্ষাবিধির গাফিলতিই এই ধরনের ঘটনাগুলির জন্য দায়ী বলে ইতিমধ্যেই অভিযোগ উঠেছে।

আরও পড়ুন: বেঙ্গালুরু থেকে গুয়াহাটি আসার পথে রানওয়েতে হার্ড ল্যান্ডিং বিমানের, অল্পের জন্য রক্ষা

গত সেপ্টেম্বরেও চিনে একটি খনিতে গ্যাস লিকের ঘটনা ঘটেছিল। চিনের চংকিংয়ে একটি কনভেয়ার বেল্টে আগুন লাগে। সেখানেও কার্বন মনোঅক্সাইড লিক করে মৃত্যু হয়েছিল ১৬ জন শ্রমিকের।

Related Articles

Back to top button
Close