পশ্চিমবঙ্গহেডলাইন
বিভিন্ন দাবি জানিয়ে চা শ্রমিকদের গেট মিটিং কুমারগ্রাম ব্লকের বিভিন্ন চা বাগানে

সুকুমার রঞ্জন সরকার, কুমারগ্রামঃ চা শ্রমিকদের বিভিন্ন দাবি আদায়ের লক্ষ্যে তৃনমুল প্রভাবিত চা মজদুর ইউনিয়ন গেট মিটিং করল কুমারগ্রাম ব্লকের বিভিন্ন চা বাগানে। এই কর্মসুচীতে উপস্থিত ছিলেন আলিপুরদুয়ারের প্রাক্তন সাংসদ দশরথ তিরকি , চা মজদুর ইউনিয়ন এর নেতা কিরন ছেত্রী, কমল বিশ্বকর্মা সহ অন্যান্য নেতৃবৃন্দ।
কমল বিশ্বকর্মা জানান তাদের দাবীগুলির মধ্যে অন্যতম হল চা শ্রমিকদের ন্যুনতম মজুরি প্রদানের ব্যবস্থা করা, শ্রমিক আবাসন গুলি সংস্কার করা, চা বাগানের স্বাস্থ্য পরিকাঠামোর উন্নয়ন ঘটানো। শ্রমিকদের কল্যানে আরও এক গুচ্ছ দাবি তারা৷ জাবিয়েছেন বলেও তিনি মন্তব্য করেন। চা বাগান কর্তৃপক্ষ এই দাবি গুলি পুরন করতে তৎপর হবে বলে তাদের আশা।