fbpx
পশ্চিমবঙ্গহেডলাইন

করোনায় আক্রান্ত গাজোলের বিধায়ক দিপালী বিশ্বাস ও তার স্বামী রঞ্জিত বিশ্বাস

মিল্টন পাল,মালদা: করোনায় আক্রান্ত হলেন গাজোলের বিধায়ক দিপালী বিশ্বাস ও তার স্বামী রঞ্জিত বিশ্বাস। বুধবার জেলা স্বাস্থ্য দফতরের রিপোর্টে তৃণমূলের বিধায়ক ও তাঁর স্বামীর রিপোর্ট পজিটিভ আসে। যদিও তাঁরা হোম আইসোলেশন রয়েছেন। গত কয়েকদিনে তাদের সংস্পর্শে কারা কারা এসেছে তাদেরও চিহ্নিত করণের কাজ শুরু হয়েছে স্বাস্থ্য দফতরের উদ্যোগে।

আরও পড়ুন:রামমন্দিরের ভূমিপুজো উপলক্ষ্যে লেনিনগড়ে পুজো ও হোমযজ্ঞ

স্বাস্থ্য দফতরের রিপোর্ট অনুযায়ী মালদায় নতুন করে করোনা আক্রান্ত হয়েছেন ১২৮ জন।গত ৫ মাসের ব্যবধানে এই প্রথম এক সঙ্গে শতাধিকের ওপরে একদিনে করোনায় আক্রান্ত হলেন।

Related Articles

Back to top button
Close