পশ্চিমবঙ্গহেডলাইন
গান গেয়ে সচেতনতার প্রচার ঘোকসাডাঙ্গা পুলিশের
বিদ্যুৎ কান্তি বর্মন, ঘোকসাডাঙ্গা: করোনা মোকাবিলায় দেশ জুড়ে চলছে লক ডাউন। আর ডাক্তার, নার্স, সাফাই কর্মী, পুলিশ কর্মীরা দিন রাত পরিষেবা দিয়ে চলেছেন এই কঠিন সময়ে। অনেক প্রচার সত্বেও কোথাও কোথাও লকডাউন উপেক্ষা করে মানুষের জটলাও দেখা যায়। তাই করোনা সচেতনতায় গান ধরলেন ঘোকসাডাঙ্গা থানার পুলিশ।
জানা গিয়েছে, ঘোকসাডাঙ্গা থানার কয়েকজন সিভিক ভলেন্টিয়ার এবং পুলিশ কর্মী করোনা সচেতনতায় গান বেঁধেছেন। আর বুধবার থানা এলাকার বিভিন্ন বাজার এবং জন বহুল এলাকায় গান গাইলেন পুলিশ কর্মীরা। সাথে মাইক যোগে চলল সচেতনতার প্রচার। ঘোকসাডাঙ্গা পুলিশ সূত্রে জানা যায় মানুষকে সচেতন করতেই এই উদ্যোগ।