fbpx
গুরুত্বপূর্ণদেশহেডলাইন

নির্বাচিত নেতৃত্ব না থাকলে, আগামী ৫০ বছর বিরোধী আসনেই থাকবে কংগ্রেস: গুলাম নবি আজাদ

যুগশঙ্খ ডিজিটাল ডেস্ক: এবার কংগ্রেসের নেতৃত্ব বদল নিয়ে মুখ খুললেন প্রবীণ কংগ্রেস নেতা গুলাম নবি আজাদ। তিনি জানিয়ে দিলেন যে, ‘কংগ্রেসের অন্দরে নির্বাচন না হলে আগামী ৫০ বছর বিরোধী আসনেই বসবে কংগ্রেস’। তিনি সাফ জানিয়ে দেন যে, ‘গত কয়েক দশক ধরে কংগ্রেসে কোনও নির্বাচিত নেতৃত্ব নেই৷ আরও ১০ থেকে ১৫ বছর আগেই বিষয়টি নিয়ে আমাদের সরব হওয়া উচিত ছিল৷ গুলাম নবি আজাদ ফের এই বিষয়ে মুখ খোলায় স্বভাবতই ফের চাপের মুখে সোনিয়া গান্ধী, রাহুল গান্ধী।

কংগ্রেসের নেতৃত্ব বদল চেয়ে কিছু নেতারা চিঠি দিয়েছিলেন। যেসব নেতারা চিঠি দিয়েছিলেন, তাঁদের মধ্যে অন্যতম ছিলেন গুলাম নবি আজাদ৷ তিনি ফের কংগ্রেসের নেতৃত্বে বদলের দাবিতে সরব হন। এবার তিনি সাফ জানিয়ে দেন যে, দলের মধ্যে নির্বাচন না করলে আগামী ৫০ বছর বিরোধী আসনেই বসতে হবে কংগ্রেসকে৷

[আরও পড়ুন- বিধায়কের বেআইনি সম্পত্তি ভেঙে গুঁড়িয়ে দিল যোগী পুলিশ]

দলের সভাপতির স্থায়ী পদের জন্য সোনিয়া গান্ধীকে চিঠি লিখেছিলেন ২৩ জন সিনিয়র কংগ্রেস নেতা। তাঁরা দাবি তুলেছিলেন, দলে স্থায়ী এবং সক্রিয় নেতৃত্বের প্রয়োজন৷ এই চিঠির পরেই গুলাম নবি আজাদ সহ বাকি নেতাদের তোপের মুখে পড়তে হয়৷ কিন্তু এরপরেও নেতৃত্বে বদলের দাবি থেকে পিছপা হননি গুলাম নবি আজাদ৷ তাঁর মতে, অবিলম্বে কংগ্রেসের ওয়ার্কিং কমিটি সহ দলের গুরুত্বপূর্ণ পদগুলির জন্য নির্বাচন করা প্রয়োজন৷ নয়ত আগামী ৫০ বছর বিরোধী আসনেই থাকতে হবে কংগ্রেসকে। উল্লেখ্য, সঞ্জয় গান্ধীর আমল থেকে কংগ্রেসের সঙ্গে যুক্ত রয়েছেন গুলাম নবি আজাদ। বর্তমানে রাজ্যসভায় বিরোধী দলনেতা তিনি৷ ২০২১ সালে সাংসদ হিসেবে তাঁর মেয়াদ শেষ হচ্ছে৷

 

Related Articles

Back to top button
Close