fbpx
আন্তর্জাতিকহেডলাইন

ভূগর্ভস্থ নিকাশি নালা থেকে উদ্ধার দৈত্যাকায় ইঁদুর, অবাক মেক্সিকোর সাফাইকর্মীরা

যুগশঙ্খ ডিজিটাল ডেস্ক: ঠিক যেন হলিউডের কল্পবিজ্ঞানের ছবিগুলির মতো ঘটনা। ভূগর্ভস্থ নিকাশি নালা থেকে উদ্ধার এক দৈত্যাকায় ইঁদুর। নিকাশি নালা সাফ করতে গিয়ে অবাক মেক্সিকোর সাফাইকর্মীরা। শনিবার ঘটনাটি ঘটেছে মেক্সিকো সিটিতে। কিন্তু পরে ভালো করে দেখেই ভুল ভাঙল তাঁদের। মেক্সিকো সিটির ভূগর্ভস্থ নিকাশি সাফাইয়ের কাজ চলছিল। প্রায় ২২ টন আবর্জনার সঙ্গে উঠে আসে একটি দৈত্যাকার ইঁদুরজাতীয় প্রাণী।

দেখার পর প্রথমে কিছুটা অবাক এবং কিছুটা ভয় পেয়ে যান সাফাইকর্মীরা। এমনকি যেখানে ওই বিশাল রোমশ প্রাণীটি উদ্ধার হয়, সেখানে উপস্থিত পথচলতি মানুষজনও প্রথমে ভয় পেয়ে যান। সেটি সত্যিই কোনও প্রাণী কিনা তা ভালোভাবে দেখার জন্য জল ছিটিয়ে সেটাকে পরিষ্কার করতেই বিষয়টি সামনে আসে। সাফাইকর্মীরা বুঝতে পারে, সেটি আসলে হ্যালোইনের সময় মজা করার জন্য ব্যবহৃত বিশালাকায় ইঁদুরের পুতুল।

সাফাইকর্মীদের ওই ইঁদুর–পুতুল জল দিয়ে ধোয়ার ভিডিও সোশ্যাল মিডিয়ায় আপলোড করার পর সেটির ইতিমধ্যেই পাঁচ লক্ষবার ভিউ হয়েছে এবং এক টন প্রতিক্রিয়া এসেছে। অনেকে এব্যাপারে মজা পেলেও সাফাইকর্মীরা এবং স্থানীয় বাসিন্দাদের একাংশ রীতিমতো ক্ষুব্ধ, এধরনের একটা বিশাল পুতুলকে ভূগর্ভস্থ নালায় ফেলে দেওয়ার জন্য, যার ফলে নিকাশিতেও সমস্যা তৈরি হয়েছিল।

Related Articles

Back to top button
Close