fbpx
ক্রিকেটখেলাহেডলাইন

‘The King Behind the Stump’, কারা ছিলেন বিধ্বংসী গিলক্রিষ্টের তালিকায় সেরা বোলার?

যুগশঙ্খ ডিজিটাল ডেস্ক: উইকেটের পেছনে হোক কিংবা ওপেনিং ব্যাটিং।‌ বিপক্ষের বোলার কিংবা ব্যাটসম্যানের ত্রাস ছিলেন তিনি। যার গ্লাভসের ছোঁয়ায় সংজ্ঞা বদলে গিয়েছিল উইকেট কিপিং এর। তিনি কিংবদন্তি অ্যাডাম গিলক্রিস্ট।

কিন্তু কাদের মুখোমুখি হতে ভয় পেতেন এই বিধ্বংসী অসি ওপেনার? কাদের বোলিংয়ের কিপিং করা সবথেকে সমস্যার হত গিলক্রিস্টের পক্ষে। সম্প্রতি এক সাক্ষাৎকারে এমন তথ্য তুলে ধরলেন উইকেট কিপিং এর মসীহা অ্যাডাম গিলক্রিস্ট।

তিনি জানান ভারতের হরভজন সিং ও শ্রীলংকার কিংবদন্তি অফস্পিনার খেলতেই সবথেকে ভয় পেতেন তিনি। ‌বিশেষ করে উপমহাদেশীয় উইকেটে মুরুলি কিংবা হরভজন দের খেলা সবসময় বিপদজনক হয়ে থাকে। তাই তিনি ওই দুজন বোলারকে খেলতে তিনি ভয় পেতেন বলে জানিয়েছেন গিলি।

অন্যদিকে গ্লেন ম্যাকগ্রা শেন ওয়ার্ন ও ব্রেট লীদের আগুনে বোলিংয়ের সামনে উইকেট কিপিং করা যথেষ্ট চ্যালেঞ্জিং বলে মনে হয়েছে তাঁর।

তাই কিপিং এর ক্ষেত্রে অসি বোলারদের সেরার তালিকায় রেখেছেন গিলি। ‌

Related Articles

Back to top button
Close