শারদ উৎসবের মধ্যেই ফের শ্লীলতাহানি বারাসতে

রুদ্র নারায়ন রায়, বারাসাত: শারদ উৎসব এর মধ্যেই ফের শ্লীলতাহানির ঘটনা বারাসতে। অষ্টমীর রাতে প্রকাশ্য রাস্তায় দুই কিশোরীর শ্লীলতাহানি করে কয়েকজন মদ্যপ যুবক।
স্থানীয় সূত্রে জানা গিয়েছে, অষ্টমীর সন্ধ্যায় ন’পাড়ার বাসিন্দা দুই কিশোরী বন্ধুদের সঙ্গে ঠাকুর দেখতে যায়। রাতে ফেরার পথে বারাসত ১২ নম্বর রেলগেটের কাছে একদল মদ্যপ যুবক তাঁদের উত্যক্ত করতে থাকে। তাঁরা পাত্তা না দিলে ওই মদ্যপরা কিশোরীদের হাত ধরে টানতে থাকে বলেই অভিযোগ।
রাস্তায় থাকা কেউই তাঁদের সাহায্য করতে এগিয়ে আসেননি বলেও অভিযোগ। এরমধ্যেই কোনও রকমে তাঁরা দৌড়ে বারাসত কলোনি মোড়ে চলে আসেন, এবং রাস্তায় কর্তব্যরত ট্রাফিক পুলিশকে পুরো ঘটনাটি বলে। এরপরই দ্রুত ব্যবস্থা নেয় বারাসাত থানা পুলিশ। তাড়া করে তিন মদ্যপ যুবককে ধরে ফেলে পুলিশ। তাঁদের বারাসত থানায় নিয়ে যাওয়া হয়। তাঁদের জেরা করে রাতেই বাকিদের খোঁজ চালায় পুলিশ।
উল্লেখ্য, এবার পুজোর মুখেই ‘সুরক্ষা’ মোবাইল আ্যাপ চালু করেছে বারাসত জেলা পুলিশ। তবুও মহাষ্টমীতে ১২ নম্বর রেলগেটের মতো জায়গায় শ্লীলতাহানির শিকার হতে হল বারাসতের দুই কিশোরীকে।