fbpx
হেডলাইন

দলুইগ্ৰামে শোকের ছায়া, অভিমানে আত্মঘাতী কলেজ ছাত্রী

শ্যামল কান্তি বিশ্বাস, দলুইগ্ৰাম: ফুল ফোটার আগেই ঝড়ে গেল। ঘটনা হাঁসখালি থানা এলাকার দলুইগ্ৰামের। গতকাল দুপুরে বাড়িতে ই বাবা মায়ের সঙ্গে আলাপ চারিতায় বাক বিতণ্ডায় জড়িয়ে পড়ে অষ্টাদশী চামেলী। বান্ধবীদের উপস্থিতিতে এই ঘটনায়, ভারসাম্য হারায় বগুলা শ্রী কৃষ্ণ কলেজের বি,এ,প্রথম বর্ষের ছাত্রী চামেলী সরকার।

 

 

কাউকে কোনওকিছু না বলে বাড়িতে রাখা মাঠের জমিতে ব্যবহারের কিটনাশক খেয়ে আত্মহত্যার চেষ্টা করে। ঘটনা জানাজানি হতেই বাড়ি সহ পাড়াপ্রতিবেশিদের তৎপরতায় তৎক্ষনাৎ বগুলা গ্ৰামীণ হাসপাতালে নিয়ে আসা হয় চামেলীকে। প্রাথমিক চিকিৎসার পর অবস্থার বেগতিক দেখে রোগিকে শক্তিনগর জেলা হাসপাতালে স্থানান্তরিত করা হয়, ওখানেই চামেলীর মৃত্যু হয়। ঘটনায় শোকস্তব্ধ পরিবার। চামেলীর বাবা সুনীল চন্দ্র সরকার পেশায় একজন প্রান্তিক কৃষক। মা বাবার একমাত্র সন্তান ছিল  চামেলী।ঘটনায় হতবাক গ্ৰামবাসী,শোকের ছায়া সমগ্ৰ দলুইগ্ৰাম জুড়ে।

Related Articles

Back to top button
Close