
যুগশঙ্খ ডিজিটাল ডেস্ক: বিস্কুটের পর এবার বাম্বু রাইসের উদ্বোধন করলেন ত্রিপুরার মুখ্যমন্ত্রী বিপ্লব কুমার দেব। এর পাশাপাশি তিনি রাম্বু রাইস খাওয়ার উপকারিতা গুলোও ভাগ করে নেন। এ বিষয়ে মুখ্যমন্ত্রী বিপ্লব দেব বলেন, এই বাম্বু রাইসে অন্য চাল আর গমের তুলনায় অনেক বেশি প্রোটিন থাকে। এই বাম্বু রাইস খেলে গাঁটের ব্যাথা, ব্যাক পেইন সমেত অনেক রকমের শারীরিক সমস্যা দূর হবে। মুখ্যমন্ত্রী জানান, এই বাম্বু রাইসে মধুমেহরোধী প্রোটিনও আছে।
Glad to announce that Tripura successfully produced ‘Bamboo rice’.
Launched ‘Tripura Bamboo Rice’ last evening.
Bamboo rice has more protein than normal rice and wheat. It helps to reduce joint pain, back pain and other pain. It also contains anti diabetic elements. pic.twitter.com/ZZs2NA9DYY— Biplab Kumar Deb (@BjpBiplab) October 6, 2020
মুখ্যমন্ত্রী আরও জানান, এই বাম্বু রাইস খেলে কোলেস্টেরলের সমস্ত সমস্যা দূর হবে। গর্ভবতী মহিলাদের জন্য বাম্বু রাইস ভিটামিনের ভাণ্ডার। বাম্বু বিস্কুটের পর এবার বাম্বু রাইস ত্রিপুরার যুবকদের আত্মনির্ভর বানানোর জন্য গুরুত্বপূর্ণ ভূমিকা পালন কোর্টে চলেছে। ত্রিপুরা বাম্বু মিশনকে এই প্রচেষ্টার জন্য ধন্যবাদ জানাই। আমাদের সরকার ২০২২ সাল পর্যন্ত প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী কৃষকদের আয় দ্বিগুণ করার জন্য প্রতিবদ্ধ হয়েছে।