গ্লোবাল ওয়ার্মিং-এর জের, পৃথিবীপৃষ্ঠ থেকে ২৮ ট্রিলিয়ন টন বরফ উধাও

যুগশঙ্খ ডিজিটাল ডেস্ক: গ্লোবাল ওয়ার্মিং-এর জেরে পৃথিবীপৃষ্ঠ থেকে গত ২৩ বছরে ২৮ ট্রিলিয়ন টন বরফ উধাও হয়েছে। এমনই জানিয়েছেন বিশেষজ্ঞরা।
পৃথিবীর মেরু অঞ্চল, পর্বত আর হিমবাহগুলো স্যাটেলাইট জরিপের মাধ্যমে বিশ্লেষণ করে বিজ্ঞানীরা বিস্ময়কর তথ্য পেয়েছেন।
সমীক্ষায় দেখা গিয়েছে যে, পৃথিবীপৃষ্ঠ থেকে মারাত্মক হারে কমে গিয়েছে বরফ। আর তা নিয়ে মারাত্মক চিন্তিত বিজ্ঞানীরা। সমীক্ষায় দেখা যাচ্ছে, ১৯৯৪ থেকে ২০১৭ সাল পর্যন্ত সময়কালে পৃথিবীপৃষ্ঠ হারিয়েছে ২৮ ট্রিলিয়ন টন বরফ।
বিজ্ঞানীরা বলেছেন যে, গত ২৩ বছরে ক্রমাগতভাবে গ্রিনহাউজ গ্যাস নির্গমনের ফলে বিশ্বব্য়াপী উষ্ণতা বাড়ছে এবং বরফের স্তর হারিয়ে যাচ্ছে।
জানা গিয়েছে যে, অতীতেও এরম বরফ গলেছে, কিন্তু এই প্রথম সামগ্রিকভাবে বিশ্ব থেকে যে বিপুল পরিমান বরফ হারিয়ে যাচ্ছে। গবেষকরা বলছেন, গত তিন দশকে প্রায় প্রতিটি অঞ্চলই ব্যাপকভাবে বরফ হারিয়েছে এবং এটি ক্রমাগত চলছে।
বিজ্ঞানীদের ব্যাখ্যায়, এই পরিমানে বরফ গলে যাওয়ার ফলে সৌর বিকিরণ প্রতিফলিত করে মহাকাশে ফিরিয়ে দেওয়ার ক্ষমতাও কমে আসছে পৃথিবীর। এতে সাদা বরফ অদৃশ্য হচ্ছে এবং কালো সমুদ্র কিংবা মাটি বেরিয়ে আসছে যা কিনা আরো বেশি তাপ শোষণ করছে এবং পৃথিবীকে আরো বেশি উষ্ণ করে তুলছে।
এই নিয়ে রীতিমতো চিন্তায় পড়েছেন বিজ্ঞানীরা। গ্লোবাল ওয়ার্মিং যে আগামী দিনে বিশ্বে বড়সড় বিপদ ডেকে আনতে পারে তা চিন্তার ভাঁজ ফেলে দিয়েছে তাঁদের কপালে।