গো মাতার পুজো দিনহাটার সাহেবগঞ্জে

নিজস্ব সংবাদদাতা, দিনহাটা: কিছুদিন আগে বিজেপির রাজ্য সভাপতি গোমূত্র খাওয়ার কথা বলেছিলেন। সেসময় তিনি উল্লেখ করেছিলেন গোমূত্রের মধ্যে সোনা পাওয়া যায়। তার সেই ব্যাখ্যাকে কটাক্ষ করেছিলেন তৃণমূল। তৃণমূলের বক্তব্য ধর্ম নিয়ে রাজনীতি করছে বিজেপি। এবার দিনহাটা সাহেবগঞ্জ গো মাতার পুজো করে সকলকে গোমূত্র পানের কথা বললেন বিজেপির স্থানীয় নেতারা। দিনহাটা দুই ব্লকের সাহেবগঞ্জ খারুভাজ এলাকায় রবিবার এই গো মাতার পুজোর আয়োজন করে স্থানীয় বিজেপি নেতৃত্ব। সেখানে শ্রদ্ধা ও ধুমধাম সহকারে পুজোর পাশাপাশি গোমূত্র পান করেন তারা। গোমূত্র বিভিন্ন রকম রোগ-জীবাণুকে ধ্বংস করে বলেও তাদের দাবি। তাই সকলকে করোনা আবহে গোমূত্র পানের আবেদন জানান।
স্থানীয় বিজেপি নেতৃত্ব জিবেশ বিশ্বাস, বিনয় রায় সরকার বলেন, কিষান মোর্চার উদ্যোগে এই গো মাতার পুজোর আয়োজন করা হয়। পাশাপাশি তারা বলেন কার্তিক মাসের শুক্লপক্ষের অষ্টমী তিথিতে এই পুজোর আয়োজন করেছিলেন ভগবান শ্রীকৃষ্ণ। সেই পুজোকে আজও তারা করে আসছেন। এদিন এই পূজাকে ঘিরে বেশ উৎসাহ উদ্দীপনা লক্ষ্য করা যায় স্থানীয় বিজেপি কর্মী সমর্থকদের মধ্যে।
গো মাতার পুজো হলেও বিরোধী তৃণমূল দলের পক্ষ থেকে গোমূত্র পানকে কটাক্ষ করা হয়। তৃণমূলের এক নেতা বলেন, ধর্মের নামে সুড়সুড়ি দিয়ে মানুষে মানুষে বিভ্রান্ত করার চেষ্টা করছে বিজেপি। গোমূত্রের মধ্যে সোনা পাওয়া যায় বিজেপির রাজ্য সভাপতি ইতিপূর্বে বক্তব্য নিয়ম কটাক্ষ করেন তৃণমূলের নেতা।