সীমান্তে বিএসএফের হাতে আটক সোনা পাচারকারী, উদ্ধার ৩০টি সোনার বিস্কুট

শ্যাম বিশ্বাস, উওর ২৪ পরগনা: সীমান্তে বিএসএফের হাতে আটক সোনা পাচারকারী। অভিনব কায়দায় সোনা পাচার রুখল বিএসএফ। বসিরহাট মহকুমার স্বরূপনগর ব্লকের ভারত-বাংলাদেশ গবোর্ড্ডা সীমান্তের ঘটনা। শুক্রবার সন্ধ্যাবেলা স্থানীয় যুবক বছর ২৮ এর পরেশ রায় একটি মোটর সাইকেলের চাকার মধ্যে প্রায় ৩০ পিস সোনার বিস্কুট নিয়ে আসছিল। ওই বিস্কুট গুলির ওজন ওজন সাড়ে ৪ কেজি। যার বাজারমূল্য প্রায় দুই কোটি টাকা। সেগুলি নিয়ে সীমান্ত থেকে স্বরুপনগরের দিকে আসছিল। বিএসএফের ১৫৩ নম্বর ব্যাটালিয়নের সীমান্তরক্ষী বাহিনীর সন্দেহ হয়। ওই যুবককে থামিয়ে মোটর সাইকেলের চাকা খুলতেই চক্ষু চড়কগাছ সীমান্তরক্ষী বাহিনীর। বাইকের দুটো চাকার মধ্যে প্রায় ৩০ পিস সোনার বিস্কুট উদ্ধারের পাশাপাশি বেশ কিছু বিদেশি মুদ্রা উদ্ধার হয়।
আরও পড়ুন: কাঁকড়া ধরতে গিয়ে বাঘের মুখে পড়ে নিহত মৎস্যজীবী
বিএসএফ সূত্রে জানা যায়, ওই মুদ্রাগুলি মালয়েশিয়ার । ভারতীয় ১০০০ টাকার নোট উদ্ধার করেছে বিএসএফ। সূত্রের খবর পরেশ রায়ের সঙ্গে আন্তর্জাতিক সোনা পাচারের যোগসুত্র আছে বলে মনে করছে সীমান্তরক্ষী বাহিনী। মোটরবাইকটি বাজেয়াপ্ত করা হয়েছে। ওই যুবককে গ্রেফতার করে তেঁতুলিয়া শুল্ক দফতরের হাতে তুলে দেওয়া হয়েছে। ধৃত সোনা পাচারকারীকে আজ শনিবার বসিরহাট মহকুমা আদালতে তোলা হয়েছে।