
যুগশঙ্খ, ওয়েবডেস্ক: পুজোর মুখেই বড়সড় খুশির খবর পেল দেশবাসী। কলকাতা সহ আরও তিন রাজ্যে কমল বাণিজ্যিক গ্যাসের দাম। সবচেয়ে বেশি মূল্যহ্রাস হয়েছে কলকাতাতে। ১০০ টাকা কমেছে। এই নিয়ে পর পর পাঁচবার কমল বাণিজ্যিক গ্যাসের দাম। তবে রান্নার গ্যাসের দাম অপরিবর্তিত থাকছে। বাণিজ্যিক গ্যাসের দাম কমায় খুশির হাওয়া রেস্তরাঁ সহ হোটেলগুলিতে। এর ফলে রেস্তরাঁর খাবারের দাম কিছুটা কমবে বলেই মনে করা হচ্ছে।
ভারতের চার শহরে বাণিজ্যক গ্যাসের দাম কমানোর সিদ্ধান্ত নিয়েছে দেশটির তেল বিপণন সংস্থাগুলো (ওএমসি)। সব মেট্রো শহরে ১ সেপ্টেম্বর থেকে বাণিজ্যিক গ্যাসের ১৯ কেজির সিলিন্ডারের নতুন দাম প্রযোজ্য হবে। সবচেয়ে বেশি দাম কমেছে কলকাতাতে। এ ছাড়া রাজধানী দিল্লি, মুম্বাই এবং চেন্নাইতেও কমানো হয়েছে এই গ্যাসের দাম। কলকাতায় আগে ১৯ কেজির বাণিজ্যিক গ্যাসের দাম ছিল ২০৯৫.৫০ টাকা। ১০০ টাকা কমে এখন তা হয়েছে ১৯৯৫.৫০ টাকা। দিল্লিতে এর দাম ছিল ১৯৭৬.৫০ টাকা। বর্তমান দাম কমে দাঁড়িয়েছে ১৮৮৫ টাকা। এ ছাড়া মুম্বাইতে ৯২.৫০ টাকা এবং চেন্নাইয়ে ৯৬ টাকা কমেছে।
১৯ মে তথ্য অনুযায়ী বাণিজ্যিক গ্যাসের দাম কমে হয়েছিল ২৩৫৪ টাকা। পরে জুন মাসে কমে তা হয় ২২১৯ টাকা। জুলাই মাসে আরো কমিয়ে করা হয় ২০১২.৫০ টাকা। গত মাসে বাণিজ্যিক গ্যাসের দাম কমিয়ে ১৯৭৬.৫০ টাকা নির্ধারণ করা হয়।