fbpx
অফবিটআন্তর্জাতিকবিজ্ঞান-প্রযুক্তিহেডলাইন

নোবেলজয়ী কৃষ্ণাঙ্গ অর্থনীতিবিদ আর্থার লিউইসকে সম্মান গুগল-ডুডলের

যুগশঙ্খ ডিজিটাল ডেস্ক: আজ  বিখ্যাত অর্থনীতিবিদ আর্থার লিউইস নোবেল পেয়েছিলেন। আজ থেকে ঠিক একচল্লিশ বছর আগে অর্থনীতিতে বিশেষ অবদানের জন্য তিনি (যুগ্মভাবে) সেই বছরের নোবেল পুরস্কার পেয়েছিলেন। গুগল একটি ডুডলের মাধ্যমে তাঁর নোবেলপ্রাপ্তির দিনটিকে সেলিব্রেট করল। ১৯৭৯ সালের ১০ ডিসেম্বরে নোবেল পেয়েছিলেন আর্থার লিউইস।

 

জানা গিয়েছে, ডুডলে আর্থার লিউইসের ছবিটি এঁকেছেন ম্যানচেস্টারের শিল্পী ক্যামিলা রু। অবশ্য শুধু নোবেল দিয়েই আর্থারকে মাপা যাবে না। ইনি হলেন প্রথম কোনও কৃষ্ণাঙ্গ যিনি লন্ডন স্কুল অফ ইকনমিক্সে ফ্যাকাল্টি মেম্বার হন; কোনও ব্রিটিশ বিশ্ববিদ্যালয়ে ‘চেয়ার’ পাওয়ার কৃতিত্ব অর্জনকারী প্রথম কৃষ্ণাঙ্গও তিনি; প্রিন্সটন বিশ্ববিদ্যালয়ের সর্বক্ষণের অধ্যাপকপদ পাওয়া প্রথম কৃষ্ণাঙ্গও ঘটনাচক্রে আর্থার। ১৯১৫ সালের ২৩ জানুয়ারি ক্যারিবিয়ান দ্বীপপুঞ্জের সেন্ট লুসিয়ায় জন্ম।

 

 

আর সারা জীবনই তিনি কোনও না কোনও ভাবে বর্ণবিদ্বেষের শিকার হয়েছেন। কিন্তু লড়াই ছাড়েননি। তাই শুধু মেধা নয়, সাহস, দৃঢ়তা ও মনের শক্তির এক অপূর্ব দৃষ্টান্ত আর্থার। পরবর্তী জীবনে ‘নাইট’ও পেয়েছিলেন আর্থার। ১৯৯১ সালের জুন মাসে প্রয়াত হন এই অর্থনীতিবিদ।

 

 

 

Related Articles

Back to top button
Close