fbpx
গুরুত্বপূর্ণবিজ্ঞান-প্রযুক্তিহেডলাইন

সুরক্ষার কারণে প্লে স্টোর থেকে ৩টি জনপ্রিয় অ্যাপ সরিয়ে দিল গুগল

যুগশঙ্খ ডিজিটাল ডেস্ক: সুরক্ষা কথা মাথায় রেখে প্লে স্টোর থেকে তিনটি জনপ্রিয় অ্যাপ সরিয়ে দিল গুগল। এই তিন অ্যাপের নাম princess salon, number coloring cats &cosplay। এই তিন অ্যাপ সম্পর্কে জানা গেছে এগুলি শিশুদের তথ্য সঞ্চয় করে রাখে। আর সেই নিরাপত্তার প্রশ্নেই এই তিনটে অ্যাপকে সরিয়ে দেওয়া হল।

তবে ইতিমধ্যে বেশ কিছু অ্যাপের ক্ষেত্র সুরক্ষা নিয়ে প্রশ্ন ওঠায় সেগুলি গুগল সরিয়ে দিয়েছে প্লে স্টোর থেকে। ওই অ্যাপগুলির বিরুদ্ধে তথ্য নিরাপত্তা নিয়ে প্রশ্ন ওঠার ফলেই গুগলের তরফে এই পদক্ষেপ নেওয়া হয়েছে। এমনকী তথ্য চুরিরও খবর মিলেছে। তবে কি ধরনের তথ্য তারা চুরি করত তার এখনও প্রমাণ মেলেনি।

বর্তমানে স্মার্ট ফোন মানুষের কাছে অত্যন্ত জনপ্রিয়। শিশুরাও এই স্মার্ট ফোন ব্যবহারে অভ্যস্থ হয়ে পড়েছে। অনেক অ্যাপ আছে শিশুরা কিছু না বুঝেই ডাউনলোড করতে থাকে। ফলে সুরক্ষার কথা ভেবে গুগল এই চূড়ান্ত সিদ্ধান্ত নিল।

Related Articles

Back to top button
Close