fbpx
অফবিটদেশহেডলাইন

ডুুডলে আজ সানাই-সারেঙ্গীর সুর, ভারতের প্রাচীন শিল্পকলায় স্বাধীনতা দিবসে সম্মান জানাল Google

যুগশঙ্খ ডিজিটাল ডেস্ক: ভারতের ৭৪ তম স্বাধীনতা দিবসে বিশেষ সম্মান জানালো বিশ্বের বৃহত্তম সার্চ ইঞ্জিন গুগল। গুগলের হোমপেজে অর্থাৎ ভেসে উঠলো ৬০০০ বছরের প্রাচীন ভারতীয় সংস্কৃতি ও সভ্যতার ছবি। সানাই, ঢোল, বীনা সারেঙ্গী তুতারি ও বাঁশি একাধিক সঙ্গীত সরঞ্জামে সজ্জিত ভারতীয় সঙ্গীত ও সংস্কৃতির এক প্রতিচ্ছবি বিশ্ববাসীর কাছে তুলে ধরল গুগল।

গুগলের তুলে ধরা ভারতীয় সংস্কৃতির এই ছবির স্রষ্টা ছিলেন মুম্বাইয়ের শিল্পী শচীন ঘনকার। ভারতের ৭৪ তম স্বাধীনতা দিবসে স্বাধীনতার শুভেচ্ছা জানিয়েছেন গুগলের সিইও তথা ভারতীয় বংশোদ্ভূত সুন্দর পিচাইও।

প্রসঙ্গত উল্লেখ্য ১৯৪৭ সালের ১৪ ই আগস্ট রাত বারোটার সময় ব্রিটিশ সাম্রাজ্যবাদের হাত থেকে ক্ষমতার হস্তান্তর করে স্বাধীনতা লাভ করে ভারত। আজ ১৫ ই আগস্ট ৭৪ বছর আগে পথ চলা শুরু হয় ভারত বর্ষ নামের একটি নতুন প্রজাতন্ত্রের।

Related Articles

Back to top button
Close