
যুগশঙ্খ, ওয়েবডেস্কঃ তিনদিন বন্ধ থাকবে গড়িয়াহাট উড়ালপুল। সেতুর স্বাস্থ্য পরীক্ষার জন্য এই পদক্ষেপ নেওয়া হয়েছে। ইতিমধ্যেই নোটিশ জারি করে বিজ্ঞপ্তি দিয়েছে কলকাতা পুলিশের ট্রাফিক বিভাগ। নোটিশে জানানো হয়েছে, ২৫ মার্চ থেকে ২৯ মার্চ পর্যন্ত উড়ালপুর বন্ধ রাখা হবে। শুক্রবার রাত ১০ টা থেকে সোমবার সকাল ৬ টা পর্যন্ত যান চলাচলে নিষেধাজ্ঞা জারি থাকবে। তবে সাধারণ মানুষ যাতে কোনও সমস্যায় না পড়ে তার জন্য, আলাদা ব্যবস্থা করছে কলকাতা পুলিশ। বাসের রুট বদল করা হবে। এই তিনদিন সমস্ত বাস– মিনিবাস– গাড়ি গড়িয়াহাট ক্রসিং ব্যবহার করে সেগুলিকে অন্য রুট দিয়ে ঘুর পথে যাতায়াত করবে। গোলপার্কগামী বেশ কিছু বাস দেশপ্রিয় পার্ক ক্রসিং থেকে ডান দিক হয়ে শরৎ বোস রোড– সাউদার্ন অ্যাভিনিউ হয়ে গন্তব্যস্থলে পৌঁছবে। ফেরার সময়েও একই ব্যবস্থা জারি থাকবে।
মাঝেরহাট সেতু ভেঙে পড়ার পর থেকেই ব্রিজের স্বাস্থ্য পরীক্ষার কাজ শুরু করে রাজ্য সরকার। তার পরেই নিয়ম করে চলছে স্বাস্থ্য পরীক্ষার কাজ। সমীক্ষা রিপোর্ট অনুযায়ী– রাজ্যে অবস্থিত ২৩১টি সেতুর মধ্যে ৬৬টি নতুন করে নির্মাণ করা দরকার৷ ৩০টির অবস্থা তো খুবই খারাপ৷ ৮৫টি সেতুর ক্ষয়ক্ষতি মাঝারি আকারের৷ বাকি ১১৬টির সামান্য মেরামতি প্রয়োজন।