ভারতে আশ্রয় চাইলেন গোতাবায়া রাজাপক্ষে, আবেদন নাকচ মোদী সরকারের

যুগশঙ্খ, ওয়েবডেস্ক: অচলাবস্থা অব্যাহত শ্রীলঙ্কায়। সরকারের দিকে দেশের এই অবস্থার অভিযোগ তুলে বিশৃঙ্খল অবস্থায় এই ছোট্ট দ্বীপরাষ্ট্র। ইতিমধ্যেই দেশ ছেড়ে পালিয়ে গিয়েছেন শ্রীলঙ্কার সদ্য প্রাক্তন প্রেসিডেন্ট গোতাবায়া রাজাপক্ষে। এই মুহূর্তে সিঙ্গাপুরে আছেন বলে খবর। রাজাপক্ষে ভারতে আশ্রয় চেয়েছিলেন। কিন্তু রাজাপক্ষে সেই অনুরোধ নাকচ করে দিয়েছেন ভারত সরকার। শ্রীলঙ্কার মানুষের মধ্যে বিরূপ প্রভাব পড়ে এমন কিছু করতে রাজি নয় মোদী সরকার।
৭৩ বছর বয়সি রাজাপক্ষে গত বুধবার প্রথমে স্ত্রীকে নিয়ে মলদ্বীপে গিয়ে আশ্রয় নেন৷ সেখান থেকে সিঙ্গাপুরে পৌঁছন তিনি৷ কিন্তু সিঙ্গাপুর প্রশাসনের পক্ষ থেকে তাঁকে স্পষ্ট জানিয়ে দেওয়া হয়েছে, ১৫ দিনের বেশি সেই দেশে থাকার অনুমতি পাবেন না।
শুক্রবারই শ্রীলঙ্কার প্রেসিডেন্টের পদ থেকে ইস্তফা দেন রাজাপক্ষে৷ শ্রীলঙ্কার প্রেসিডেন্ট গোতাবায়া রাজাপক্ষের পদত্যাগ গৃহীত হয়েছে। শুক্রবার আনুষ্ঠানিকভাবে ঘোষণাটি করে জানিয়েছেন দেশটির স্পিকার মাহিন্দা ইয়াপা আবেবর্ধনে। গত কয়েক সপ্তাহ ধরে নানা নাটকীয়তার পর বৃহস্পতিবার সিঙ্গাপুর থেকে ই-মেইলের মাধ্যমে পদত্যাগপত্র পাঠান গোতাবায়া। স্পিকার জানিয়েছেন, আগামী সাত দিনের মধ্যে নতুন প্রেসিডেন্ট নির্বাচন করা হবে। নতুন প্রেসিডেন্ট নির্বাচিত না হওয়া পর্যন্ত প্রধানমন্ত্রী রনিল বিক্রমাসিংহে ভারপ্রাপ্ত প্রেসিডেন্ট হিসেবে দায়িত্ব পালন করবেন।