বিধিনিষেধ মেনে আজ কলকাতার রাজপথে আধ ঘন্টা অন্তর মিলবে সরকারি বাস
যুগশঙ্খ ডিজিটাল ডেস্ক: চলতে শুরু করল সরকারি বাস। আজ সোমবার থেকে কলকাতার রাজপথে আরও বেশি করে দেখা মিলবে সরকারি বাসের। তবে আধঘন্টা অন্তর মিলবে এই পরিষেবা।
সরকারি আশ্বাস অনুযায়ী সকালে আধ ঘন্টা অন্তর চলতে শুরু করেছে বিভিন্ন রুটের বাস।
রাজ্যের পরিবহণমন্ত্রী শুভেন্দু অধিকারী আগেই জানিয়েছেন, সোমবার থেকে কার্যত আধঘন্টা অন্তর কলকাতায় ১৫ টি সরকারি রুটে বাস চলাচল করবে। এই পরিষেবা শুরু হবে সকাল ৭ থেকে। আর সন্ধ্যা ৭ টা পর্যন্ত মোট ১৬ টি করে বাস চলবে এক একটি রুটে।যাত্রী অনুযায়ী এই বাসের পরিষেবা বাড়ানো হবে।
পশ্চিমবঙ্গ রাজ্য পরিবহণ নিগম সূত্রে খবর, কলকাতার বিভিন্ন সরকারি বাসের ডিপোতে বাস স্যানিটাইজ করা হয়েছে রাস্তায় নামানোর জন্য। আপাতত বিধিনিষেধ অনুযায়ী ২০ জনের বেশি যাত্রী নেবে না বাসগুলি। ২০ জন হয়ে গেলে মাঝরাস্তা থেকে যাত্রী তোলা যাবে না।
ডানলপ, হাওড়া ‘ র মতো জায়গায় যাত্রী বেশি থাকায় বেশি সংখ্যক বাসের ব্যবস্থা করা থাকছে সেখানে। তবে পরিবহণমন্ত্রী আশ্বাস ধীরে ধীরে অবস্থা স্বাভাবিক হলে বাস মিলবে সব রুটেই।