
যুগশঙ্খ ডিজিটাল ডেস্ক: দেশের করোনা পরিস্থিতি ব্যাখ্যা করতে ও কীভাবে মারণ ভাইরাস মোকাবিলা করা যাবে, তার দিশা সন্ধানে আগামী ৪ ডিসেম্বর সর্বদলীয় বৈঠকে বসছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। লোকসভা এবং রাজ্যসভায় বিভিন্ন রাজনৈতিক দলের নেতাদের সঙ্গেই বৈঠকে বসবেন তিনি। সংসদীয় মন্ত্রক সূত্রে জানা গিয়েছে, ইতিমধ্যেই আগামী শুক্রবার সকাল সাড়ে দশটায় বসতে যাওয়া ভার্চুয়াল বৈঠকে যোগ দেওয়ার জন্য সংসদে বিভিন্ন দলের নেতাদের ফোন করে আমন্ত্রণ জানানো হয়েছে। সর্বদলীয় বৈঠকে প্রধানমন্ত্রী ছাড়াও কেন্দ্রের পক্ষে প্রতিরক্ষা মন্ত্রী রাজনাথ সিং, স্বাস্থ্যমন্ত্রী হর্ষবর্ধন, সংসদীয় মন্ত্রী প্রহ্লাদ যোশি ও প্রতিমন্ত্রী অর্জুনরাম মেঘাওয়াল উপস্থিত থাকবেন।
প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ছাড়াও এই বৈঠকে উপস্থিত থাকার কথা প্রতিরক্ষা মন্ত্রী রাজনাথ সিং, স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ, স্বাস্থ্যমন্ত্রী হর্ষ বর্ধন, সংসদীয় বিষয়ক মন্ত্রী প্রহ্লাদ যোশীর। উল্লেখ্য, এর আগে গত ২৪ নভেম্বর বাংলা, হরিয়ানা, দিল্লি, ছত্তিশগড়, কেরল, মহারাষ্ট্র, রাজস্থান এবং গুজরাটের মুখ্যমন্ত্রীদের সঙ্গে বৈঠক করেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। কীভাবে ভ্যাকসিন সকলের কাছে পৌঁছে দেওয়া হবে, তা নিয়েই মূলত ওই বৈঠকে আলোচনা হয়। বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এ বিষয়ে প্রধানমন্ত্রীকে সবরকমভাবে সাহায্য করার আশ্বাসও দেন।
আহমেদাবাদ, হায়দরাবাদ ও পুনেতে ফার্মাসিউটিক্যাল সংস্থা পরিদর্শন এবং করোনা ভাইরাস ভ্যাকসিন উন্নয়ন কাজের পর্যালোচনা নিয়ে মোদীর সফরের পরে এই বৈঠকটি তাত্পর্যপূর্ণ মনে করা হচ্ছে। এই বৈঠকের আগে দেশের ক্ষতিগ্রস্ত রাজ্যের মুখ্যমন্ত্রীদের নিয়ে করোনা ভ্যাকসিন প্রসঙ্গৈ বৈঠক করেন নরেন্দ্র মোদি।
আরও পড়ুন: জনপ্রিয়তার শীর্ষে ‘স্ট্যাচু অফ লিবার্টি’কে ছাপিয়ে গেল গুজরাটের ‘স্ট্যাচু অফ ইউনিটি’
গত শনিবারই দেশে করোনাভাইরাসের প্রতিষেধক তৈরির কাজে ব্যস্ত তিন প্রতিষ্ঠান জাইডাস বায়োটেক, ভারত বায়োটেক ও সেরাম ইনস্টিটিউটের গবেষণাগার পরিদর্শন করার পাশাপাশি সেখানকার বিজ্ঞানী ও গবেষকদের সঙ্গেও কথা বলেছেন। করোনা টিকার অগ্রগতি নিয়ে খোঁজখবর নিয়েছেন। সূত্রের খবর, সর্বদলীয় বৈঠকে বিভিন্ন রাজনৈতিক দলের নেতাদের কাছে দেশে করোনা টিকা তৈরির অগ্রগতির বিষয়টি সম্পর্কে বিস্তারিত জানাবেন প্রধানমন্ত্রী। পাশাপাশি করোনার টিকা হাতে চলে আসার পরে তা কীভাবে সুষ্ঠভাবে সরবরাহ করা হবে, তা নিয়েও সংসদীয় দলের নেতাদের কাছ থেকে পরামর্শ চাইতে পারেন তিনি।