সরকারি মহিলা চিকিৎসককে কটূক্তি, গ্রেফতার যুবক

শ্যাম বিশ্বাস, উত্তর ২৪ পরগনা: বসিরহাট স্বাস্থ্য জেলা হাসপাতালে এক মহিলা চিকিৎসককে কটূক্তি, অশ্লীল ভাষায় গালিগালাজের অভিযোগে গ্রেফতার হল বছর তিরিশের জাহাঙ্গীর মণ্ডল। এই যুবকের বাড়ি মাটিয়া থানার পানিগোবরা এলাকায়। চক্ষু বিশেষজ্ঞ বছর চল্লিশের মহিলা চিকিৎসকের কাছে বৃহস্পতিবার বিকেলে চোখ দেখাতে গিয়েছিল ওই যুবক। সেখানে চোখ দেখাতে গিয়ে তাকে বিভিন্ন অঙ্গভঙ্গি করা হয় বলে অভিযোগ। পাশাপাশি ওই চিকিৎসককে নানান কটূক্তি করা হয়।
[আরও পড়ুন- মথুরাপুর রায়দিঘিতে কৃষক সুরক্ষা আইনের স্বপক্ষে বিজেপি কর্মী-সমর্থকেরা মিছিল]
এই ঘটনার পরে ওই মহিলা চিকিৎসক বুধবার রাতে বসিরহাট থানার যুবকের বিরুদ্ধে অভিযোগ দায়ের করে। বৃহস্পতিবার ভোরে নিজের বাড়ি পানিগোবরা থেকে ওই যুবককে গ্রেফতার করে পুলিশ। ধৃত জাহাঙ্গীর মণ্ডলকে বৃহস্পতিবার বসিরহাট মহকুমা আদালতে তোলা হয়েছে। মহামান্য আদালতের বিচারপতি ১৪ দিনের পুলিশ হেফাজতে থাকার নির্দেশ দিয়েছে।