শহীদ জওয়ান বিপুল রায়ের বাড়িতে রাজ্যপাল

আলিপুরদুয়ারের, সুমিত কার্জী: বিন্দি পাড়ায় শহীদ জওয়ান বিপুল রায়ের বাড়িতে রাজ্যপাল দেখা করতে এলেন। তার পরিবারের সঙ্গে রাজ্যপাল জগদীপ ধনকর দেখা করে ১১ লক্ষ টাকার চেক তুলে দেন। রাজ্যপাল বিপুল রায়ের পরিবারের সদস্যদের হাতে অর্থাৎ বিপুল রায়ের স্ত্রীর হাতে সাড়ে ৫ লক্ষ টাকার চেক তুলে দিলেন পশ্চিমবঙ্গের রাজ্যপাল জগদীপ ধনকর। তাঁর মায়ের হাতে আরও সাড়ে ৫ লক্ষ টাকার চেক তুলে দেন তিনি।
পাশাপাশি ওই পরিবারের একজনকে চাকরি দেওয়া হবে বলে জানিয়েছেন রাজ্যপাল। তার সঙ্গে শহীদ বিপুল রায়ের বাড়িতে যান আলিপুরদুয়ারের সাংসদ জন বার্লা, বিজেপি আলিপুরদুয়ারের জেলা সভাপতি গঙ্গা প্রাসাদ শর্মা। রাজ্যপালের সফরে জেলা প্রসানের কোনও কর্তাদের দেখা যায়নি। এদিন রাজ্য পালকে দেখার জন্য অনেক সাধারণ মানুষ ভিড় করেন। রাজ্যপাল জগদীপ ধনকর বলেন, রাজভবনের পক্ষ থেকে বীরভূমেও শহীদ পরিবারকে সাহায্য করা হয়েছে।