ব্যারাকপুরের গান্ধীঘাটে বাপুর স্মৃতি স্তম্ভে শ্রদ্ধাজ্ঞাপন রাজ্যপাল ধনকরের

শ্যাম বিশ্বাস, উওর ২৪ পরগনা: আজ মহাত্মা গান্ধির ১৫১ তম জন্মবার্ষিকী, গোটা দেশজুড়ে সাড়ম্বরে পালন করা হচ্ছে তাঁর জন্মবার্ষিকী। এদিন উত্তর ২৪পরগণার ব্যারাকপুরের গান্ধীঘাটে গান্ধীজীর স্মৃতি স্তম্ভে সস্ত্রীক শ্রদ্ধাজ্ঞাপন রাজ্যপাল ধনকরের। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন রাজ্য বিধানসভার বিরোধী দলনেতা আব্দুল মান্নান, রাজ্যের মন্ত্রী ব্রাত্য বসু এবং রাজ্যের মুখ্যসচিব আলাপন বন্দ্যোপাধ্যায়। করোনা জনিত কারণে দর্শকদের প্রবেশ এদিন নিষিদ্ধ ছিল।
আরও পড়ুন: ১৫১ তম জন্মবার্ষিকীতে গান্ধিজীর প্রতি শ্রদ্ধা প্রধানমন্ত্রী, স্বরাষ্ট্রমন্ত্রীর
রাজ্যপাল পরে সাংবাদিকদের জানান, মহাত্মা গান্ধী যে অহিংসা আন্দোলনে বিশ্বাসী ছিলেন তাকে সকলে মিলে মর্যাদা দিতে হবে। দেশে কোনো নির্বাচনের আগে যেভাবে হিংসা ছড়িয়ে পড়ে তা গণতন্ত্রের পক্ষে মঙ্গল জনক নয় বলে রাজ্যপাল মন্তব্য করেন। রাজ্যপালের এই ধরনের বক্তব্য পরে। রাজ্যপালের উপস্থিতেই রাজ্যপালকে নৈরাজ্য পাল বলে কটাক্ষ করেন রাজ্যের মন্ত্রী ব্রাত্য বসুর।