
যুগশঙ্খ ডিজিটাল ডেস্ক: করোনা পরিস্থিতি নিয়ে আবারও মুখ্যমন্ত্রীকে বিঁধলেন রাজ্যপাল। পশ্চিমবঙ্গে এখনও কতজনের করোনা পরীক্ষার রিপোর্ট অপ্রকাশিত রয়েছে, সেই প্রশ্ন তুলে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে বিঁধলেন রাজ্যপাল জগদীপ ধনকর। এর পাশাপাশি, সংক্রমণ হার নিয়ে ফের উদ্বেগ প্রকাশ করলেন রাজ্যপাল জগদীপ ধনকর। টুইট করে প্রত্যেককে সামাজিক দূরত্বের বিধি মেনে চলার পরামর্শ দিলেন তিনি।
রাজ্যে ক্রমেই বিপজ্জনক হয়ে উঠছে করোনা পরিস্থিতি। রাজ্য স্বাস্থ্য দফতরের মেডিক্যাল বুলেটিন অনুযায়ী, বাংলায় করোনায় মৃতের সংখ্যা ৪০০ ছাড়িয়েছে। এর মধ্যে কলকাতারই ২৬০ জন। করোনা আক্রান্ত হয়েছেন ৪২৬ জন। রাজ্যে করোনাভাইরাসে আক্রান্তের সংখ্যা বেড়ে ৮, ৬১৩। এবার রাজ্যে করোনা পরীক্ষার সংখ্যা নিয়েও প্রশ্ন তুলেছেন রাজ্যপাল।
Each passing day is raising Covid anxiety bench mark.
Rising Covid+ve cases and deaths @MamataOfficial -a worrisome scenario. We all have to be in HIGHEST ALERT MODE for society welfare.
PLEASE FOLLOW SOCIAL DISTANCING AND PROTOCOL AS THIS IS THE ONLY WAY TO DEFEAT COVID (1/3)
— Governor West Bengal Jagdeep Dhankhar (@jdhankhar1) June 9, 2020
আরও পড়ুন: এতদিন লুকিয়ে থেকে এখন রাজনীতি করতে আসছেন, অমিতকে কটাক্ষ সেলিমের
প্রথম টুইটকে করোনা পরিস্থিতি নিয়ে দুশ্চিন্তা প্রকাশ করেন তিনি। মারণ ভাইরাসকে পরাস্ত করতে প্রত্যেককে সামাজিক দূরত্বের বিধি-সহ সমস্ত নিয়ম মেনে চলার পরামর্শ দেন। এরপর তৃণমূল সাংসদ ডেরেক ও’ব্রায়েনকে বিঁধে একটি টুইট করেন তিনি। ফের সেখানে করোনা আক্রান্ত ও মৃত্যুর সঠিক তথ্য প্রকাশ্য আনার দাবি জানান। পাশাপাশি আনলকডাউনের প্রতিটি পদক্ষেপ অনেক বেশি সচেতনভাবে নেওয়ার পরামর্শ দেন।
মঙ্গলবারের তৃতীয় টুইটে মুখ্যমন্ত্রীকে নিশানা করেন রাজ্যপাল। হাবেভাবে ফের বুঝিয়ে দেন যে, করোনার তথ্য গোপন করছে রাজ্য। রাজ্যপাল লেখেন, এখনও পর্যন্ত রাজ্যে কত করোনা নমুনা পরীক্ষার রিপোর্ট অপ্রকাশিত অবস্থায় রয়েছে, জনস্বার্থে তা প্রকাশ্যে আনা উচিত। সব মিলিয়ে এদিনের টুইটেও স্পষ্ট রাজ্য-রাজ্যপাল দ্বন্দ্ব।