fbpx
আন্তর্জাতিকদেশহেডলাইন

করোনায় আক্রান্ত হয়ে প্রয়াত হলেন মহাত্মা গান্ধীর প্রপৌত্র

যুগশঙ্খ ডিজিটাল ডেস্ক: করোনায় আক্রান্ত হয়ে প্রয়াত হলেন জাতীর জনক মহাত্মা গান্ধীর প্রপৌত্র সতীশ ধুপেলিয়ার ৷ সূত্রের খবর, রবিবার দক্ষিণ আফ্রিকায় মারা যান তিনি ৷

এদিন সোশ্যাল মিডিয়ার পোস্টে ধুপেলিয়ার বোন উমা ধুপেলিয়া-ম্যাসথ্রি লেখেন, ‘‘নিউমোনিয়ায় এক মাসের বেশি সময় ধরে ভোগার পর আমার ভাইয়ের মৃত্যু হয়েছে ৷ চিকিৎসা চলাকালীন তাঁর কোরোনা ধরা পড়ে ৷ তাঁর হৃদযন্ত্র বিকল হয়ে গেছিল ৷’’ এমনকি ধুপেলিয়ার উমা ছাড়াও আরও একটি বোন আছেন, তিনি কীর্তি মেনন ৷ কীর্তিও জোহানেসবার্গেই বসবাস করেন ৷ গান্ধীর স্মৃতি-বিজড়িত একাধিক প্রোজেক্টের সঙ্গে জড়িত ৷ এই তিন ভাই-বোন মণিলাল গান্ধির বংশধর ৷

আরও পড়ুন: করোনা থাবা বসাল ৭৫ বছরের বেলুড়ের জগদ্ধাত্রী পুজোতেও, অনলাইনেই দেখা যাবে দেবীবন্দনা

পরিবার সূত্রে খবর, ধুপেলিয়া তাঁর জীবনের বেশিরভাগ সময় সংবাদমাধ্যমে কাজ করেছেন ৷ তিনি মূলত ভিডিয়োগ্রাফার ও ফোটোগ্রাফার ছিলেন ৷ এছাড়া গান্ধি ডেভেলপমেন্ট ট্রাস্টের সঙ্গে যুক্ত ছিলেন ৷ সকল সম্প্রদায়ের মানুষকে সাহায্যের জন্য তাঁর নামডাক ছিল ৷ এছাড়া কয়েকটি সমাজকল্যাণ সংস্থার সক্রিয় সদস্য ছিলেন । তাঁর মৃত্যুতে বন্ধু-বান্ধব ও প্রিয়জনরা শোক প্রকাশ করেছেন ৷

Related Articles

Back to top button
Close