পুরভোটে সবুজ ঝড়, ১০৮টির মধ্যে ১০২টিতেই জয় পেল তৃণমূল
‘এই জয় মা-মাটি-মানুষের জয়’, ট্যুইট করে শুভেচ্ছা মমতার

যুগশঙ্খ, ওয়েবডেস্কঃ ফের সবুজ ঝড়ে আক্রান্ত হল কলকাতার রাজপথ। ১০৮ পুরসভার নির্বাচনে ১০২টিতে জয় পেল তৃণমূল কংগ্রেস। বলা যায় ফের ঘাসফুলের দাপটে ধরাশায়ী বিরোধীরা। কড়া নিরাপত্তার মধ্য দিয়ে আজ শুরু হয় ভোট গণনা। সময় যত এগোতে থাকে ততই দেখা যায় তৃণমূলের পালে হাওয়া বইছে। ভোটের সম্পূর্ণ রেজাল্ট ঘোষণার আগে ঘাসফুল শিবিরে শুরু হয় উচ্ছ্বাস। কলকাতা থেকে জেলা অকাল বসন্তের রূপ নেয়। তবে এই অবস্থার মধ্যেও এক পুরসভায় জয়ী হয়েছে বামেরা।
চমকে দেওয়ার মতো ফল হয়েছে নদিয়ার তাহেরপুর পুরসভায়। সেখানকার ১৩টি ওয়ার্ডের মধ্যে ৮টিতে জয়ী হয়েছে বামেরা। বাকী ৫টিতে জয়ী তৃণণূল কংগ্রেস। দার্জিলিং পুরসভায় ১৮ আসন পেয়েছে হামরো পার্টি। ২টি আসন গিয়েছে তৃণমূল কংগ্রেসের দখলে। ভাটপাড়া পুরসভার ৩৫ আসনের মধ্যে ৩৪টিতেই জয়ী হয়েছে তৃণমূল। অধীরগড় বহরমপুর পুরসভার দখল নিয়েছে তৃণমূল কংগ্রেস। কাঁথি পুরসভা গিয়েছে ঘাসফুলের দখলেই।
এদিন টুইট করে সকল প্রার্থীদের শুভেচ্ছা জানিয়েছেন তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়। তিনি বলেন, ‘এই জয় মা-মাটি-মানুষের জয়। সকলকে শুভেচ্ছা। জয় আমাদের দায়বদ্ধতা আরও বাড়িয়ে। রাজ্যের উন্নয়নের স্বার্থেই সকলকে একসঙ্গে কাজ করতে হবে’।