fbpx
গুরুত্বপূর্ণদেশহেডলাইন

অতিমারীর হাত থেকে প্রত্যেককে রক্ষা করুক এই উৎসব, দেশবাসীকে দশেরার শুভেচ্ছা রাষ্ট্রপতির

যুগশঙ্খ ডিজিটাল ডেস্ক: গোটা বিশ্বে মারণ থাবা বসিয়েছে করোনা ভাইরাস। বাড়ছে সংক্রমন ও মৃত্যুর সংখ্যা। এরই মাঝে গোটা ভারতবাসীকে  দশেরার শুভেচ্ছা জানালেন রাষ্ট্রপতি রামনাথ কোভিন্দ ।

এদিন শুভেচ্ছাবার্তায় দেশবাসীর সুস্থতা ও সমৃদ্ধি কামনা করেন তিনি । শুধু দেশবাসী নয়, প্রবাসীদের দশেরার শুভেচ্ছা জানিয়ে তিনি বলেন,”এই উৎসব সমস্ত খারাপ বা যা কিছু অশুভ তার বিরুদ্ধে ভালোর জয়ের প্রতীক । এটি দেশের বিভিন্ন জায়গায় বিভিন্নভাবে পালিত হয় ।”

এদিন তিনি আরও বলেন, “এই উৎসব ভারতের সাংস্কৃতিক ঐক্যকে আরও শক্তিশালী করে এবং পূণ্যের পথে চলতে এবং যা কিছু খারাপ তা থেকে দূরে থাকতে ও ঐক্যের মধ্যে বাঁচতে অনুপ্রাণিত করে । “

Related Articles

Back to top button
Close