বড়সড় স্বস্তি… এবার বাইক-স্কুটার ও প্যাকেটবন্দি খাবারে কমতে চলেছে GST

যুগশঙ্খ ডিজিটাল ডেস্ক: বড়সড় স্বস্তি…বাইক-স্কুটার এবং প্যাকেটবন্দি খাবারে কমতে চলেছে জিএসটি। উল্লেখ্য, উৎসব মরশুমের ঠিক আগে অর্থনীতিকে চাঙ্গা করতে নতুন আর্থিক প্যাকেজ দেওয়ার কথা ভাবছে কেন্দ্রীয় সরকার।
আর এর মধ্যে অন্যতম হল, বেশ কিছু পণ্য-পরিষেবায় জিএসটি হারের পরিবর্তন। সূত্র মারফত জানা গিয়েছে, অটোমোবাইল সেক্টর, বিশেষত বাইক-স্কুটারের মতো টু-হুইলারে জিএসটির হার কমতে পারে। ইতিমধ্যেই অর্থমন্ত্রী নির্মলা সীতারামন বণিকসভাগুলির বৈঠকে অটোমোবাইল, পর্যটন, পরিষেবা, হোটেল, বস্ত্র, রপ্তানির পণ্য ইত্যাদি ক্ষেত্রে প্যাকেজ ও ছাড় দেওয়ার আভাস দিয়েছেন। প্যাকেটজাত খাবারের জিএসটিও কমার সম্ভাবনা রয়েছে।
এছাড়া, টু-হুইলারের ক্ষেত্রে এখন ২৮ শতাংশ জিএসটি দিতে হয়। কিন্তু ২৮ শতাংশ জিএসটির মধ্যে সাধারণত বিলাস-পণ্য ও পরিষেবাকে বেশি করে রাখা হয়েছে। টু-হুইলারকে এখন যে আর বিলাসদ্রব্য হিসেবে বিবেচনা করা যায় না, সেটা স্বীকার করেছে অর্থমন্ত্রক। এর পাশাপাশি লকডাউনের জেরে চরম সঙ্কটে পড়েছে অটোমোবাইল। তাই এই সঙ্কট থেকে কিছুটা রেহাই দিতে শেষ পর্যন্ত জিএসটি কাউন্সিলের বৈঠকে বিষয়য়টি নিয়ে শীঘ্র আলোচনা এবং সিদ্ধান্ত নেওয়া হবে।
প্রথমে টু-হুইলার, তারপর প্রাইভেট কার ও অন্য গাড়ির ক্ষেত্রেও জিএসটি হার ধীরে ধীরে কমতে পারে। অন্যদিকে, আজ জিএসটি কাউন্সিলের বৈঠকে ক্ষতিপূরণের ইস্যুতে ঝড় উঠতে চলেছে। কেন্দ্র বনাম রাজ্য টানাপোড়েন চরম আকার নিতে পারে।