
যুগশঙ্খ, ওয়েবডেস্ক: গুজরাতের কারখানায় আগুন লেগে মৃত্যু হয়েছে চার শ্রমিকের। আহত হয়েছেন ২০ জন। রবিবার সাড়ে ১০টার দিকে এই অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। সুরাটের অনুপম রসায়ন ইন্ডিয়া লিমিটেড রাসায়নিক কারখানায় আগুন লাগে। প্রথমে কারখানার কন্টেইনারে বিস্ফোরণ ঘটে।
সুরাটের ইনচার্জ চিফ ফায়ার অফিসার বসন্ত পারিক জানিয়েছেন, প্রথমে রাসায়নিক কারখানার একটি কন্টেইনারে বিস্ফোরণ ঘটে। তারপর তা দ্রুত আগুন অন্যত্র ছড়িয়ে পড়ে। প্রথমে একজনের মৃত্যুর খবর মেলে। পরে বাকি তিনজনের দেহ উদ্ধার হয়। এই ঘটনায় চারজনের মৃত্যুর খবর নিশ্চিত করা হয়েছে।
পুলিশ ইনস্পেক্টর ডি ভি বালদানিয়া বলেছেন,”রাতে কারখানায় একটি পোড়া দেহ পাওয়া গিয়েছে। অন্য তিনজন নিখোঁজ শ্রমিকের মৃতদেহ রবিবার কারখানা চত্বরে পাওয়া গিয়েছে। ২০ জন শ্রমিক আহত হয়েছেন এবং তাঁরা সুরাটের বিভিন্ন হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। শনিবার রাতে আগুন লাগার খবর পাওয়ার পরই দমকলের ১৫টি ইঞ্জিন ঘটনাস্থলে যায়। প্রায় দু ঘন্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে।
অনুপম রসায়ন কোম্পানির তরফে একটি বিবৃতিতে বলা হয়েছে, ‘কারখানার একটি উৎপাদন ব্লকে অগ্নিকাণ্ডের আগুনের ঘটনা ঘটেছে। এই ঘটনার কারণ আমাদের বিশেষ দল খতিয়ে দেখছে। ২০ জন আহত ব্যক্তি স্থানীয় হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। কোম্পানির তরফে বলা হয়েছে, আমাদের অগ্রাধিকার বর্তমানে আমাদের কর্মী এবং কর্মচারীরা। একটি দায়িত্বশীল কর্পোরেট হিসাবে, আমরা আমাদের ক্ষতিগ্রস্ত কর্মচারী এবং তাঁদের পরিবারকে সমর্থন করতে দায়বদ্ধ।