গুজরাতে সেতু ভেঙে ভয়ঙ্কর দুর্ঘটনা, মৃত কমপক্ষে ৬০, আর্থিক সাহায্যের ঘোষণা প্রধানমন্ত্রীর

যুগশঙ্খ, ওয়েব ডেস্ক: গুজরাতে মোরবি জেলায় ভয়ঙ্কর দুর্ঘটনা। মরবি সেতু ভেঙে কমপক্ষে ৬০ জনের মৃত্যু হয়েছে। আহতের সংখ্যা বহু। মৃতের সংখ্যা বাড়তে পারে বলে আশঙ্কা প্রশাসনের। দুর্ঘটনার সময় সেতুতে প্রায় ৪০০ মানুষ উপস্থিত ছিলেন, যার মধ্যে ১০০ জন সরাসরি নদীতে পড়ে যান। মাচু নদীর ওপর নির্মিত এই ক্যাবল সেতু বেশ পুরনো ছিল বলে জানা গিয়েছে। মেরামতি হয়েছিল। কিন্তু মেরামতির তিনদিনের মধ্যেই ভয়ঙ্কর দুর্ঘটনা ঘটল।
দুর্ঘটনার পর পরই পিএমও থেকে একটি ট্যুইট করা হয়৷ জানানো হয়েছে যে, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী গুজরাটের মুখ্যমন্ত্রী এবং অন্যান্য আধিকারিকরা দুর্ঘটনায় বিষয় দুঃখ প্রকাশ করেছেন। দ্রুত গতিতে উদ্ধার কাজ চালানোর নির্দেশ দেওয়া হয়েছে। আহতদের সব রকমের সাহায্যের কথাও বলা হয়েছে। প্রধানমন্ত্রীর দফতর থেকে ইতিমধ্যেই আর্থিক সাহায্যের ঘোষণা করা হয়েছে৷ মৃতদের ২ লক্ষ টাকা এবং আহতদের ৫০হাজার টাকা দেওয়া হবে বলে জানানো হয়েছে৷