আন্তর্জাতিক
মার্কিন যুক্তরাষ্ট্রে বন্দুক হানা অব্যাহত, সহকর্মীর গুলিতে নিহত ৩

যুগশঙ্খ, ওয়েবডেস্ক: মার্কিন যুক্তরাষ্ট্রে বন্দুক হানা অব্যাহত। মেরিল্যান্ডে সহকর্মীর গুলিতে নিহত ৩। এবার মেরিল্যান্ড অঙ্গরাজ্যের স্মিথবার্গ শহরে এক কারখানা কর্মীর গুলিতে তাঁর তিন সহকর্মী নিহত হয়েছেন। গুরুতর আহত হয়েছেন আরও একজন। পরে পুলিশের গুলিতে আহত হন বন্দুকধারী ব্যক্তি।
বৃহস্পতিবার স্মিথবার্গে কলম্বিয়া মেশিন কোম্পানির কারখানায় এ হামলা হয়। বাল্টিমোর শহর থেকে ঘটনাস্থলের দূরত্ব প্রায় ৭০ মাইল উত্তর–পশ্চিমে। বন্দুকধারীর হামলার খবর পেয়ে বেলা প্রায় আড়াইটার দিকে ওয়াশিংটন কাউন্টি শেরিফের কার্যালয়ের ডেপুটিরা স্মিথবার্গের কাছে ওই ঘটনাস্থলে যান। শেরিফের কার্যালয় বলেছে, তাদের দলটি সেখানে পৌঁছানোর আগেই ওই হামলাকারী ব্যক্তি পালিয়ে যান। শেরিফের ডেপুটিরা ঘটনাস্থলে তিনজনের মরদেহ এবং একজনকে আহত অবস্থায় উদ্ধার করেন।