আন্তর্জাতিকগুরুত্বপূর্ণহেডলাইন
বড়দিনের মরশুমে নিউইয়র্কের চার্চে বন্দুকবাজের হামলা, পুলিশের গুলিতে নিকেশ জঙ্গি

যুগশঙ্খ ডিজিটাল ডেস্ক: বড়দিনের মরশুমে নিউইয়র্কে বন্দুকবাজের হামলা। চার্চে হামলা চালাল এক বন্দুকবাজ। বড়দিন আসতে আর কটা দিনের অপেক্ষা। সব দিকেই খ্রিস মাস ঘিরে মানুষের ভিড় বাড়ছে। সেই সুযোগকে কাজে লাগিয়ে সন্ত্রাসবাদীর হামলা। স্থানীয় সময় রবিবার বিকেল ৪টে নাগাদ এই আক্রমণ চালায় এক জঙ্গি।
আরও পড়ুন: বঙ্গবন্ধু শেখ মুজিবের নামে পুরস্কার প্রবর্তন করল রাষ্ট্রসংঘ
জমায়েতকে লক্ষ্য করে চার্চের সিড়ি থেকে এলোপাথারি গুলি ছুঁড়তে থাকে ওই জঙ্গি। ভয়ে সকলেই এদিক ওদিক দৌড়তে থাকে। তবে পাল্টা পুলিশের গুলিতে জখম হয় ওই জঙ্গি। হাসপাতালে নিয়ে গেলে তাকে মৃত বলে ঘোষণা করেন চিকিৎসকেরা। হামলাকারীর পরিচয় পাওয়া যায়নি। কোনও জঙ্গি গোষ্ঠী এই হামলার দায় স্বীকার করেনি। তবে জঙ্গির ব্যাগ থেকে উদ্ধার হয়েছে গ্যাসোলিন, দড়ি, তার এবং একাধিক ছুড়ি। ঘটনাস্থল থেকে দুটি বন্দুকও উদ্ধার হয়েছে।