করাচিতে বন্দুকবাজের হামলা, মৃত কমপক্ষে ২

যুগশঙ্খ ডিজিটাল ডেস্ক: করাচিতে চার বন্দুকবাজের হামলায় প্রান হারালেন কমপক্ষে ২ জন। সোমবার সকালে করাচির পাকিস্তান স্টক এক্সচেঞ্জ বিল্ডিংয়ে জঙ্গি হামলা হয়। সপ্তাহের প্রথম দিন সকালেই করাচি স্টক এক্সচেঞ্জ বিল্ডিংয়ে আচমকাই ঢুকে পড়ে চার বন্দুকবাজ। বিল্ডিংয়ের ভিতরে ঢুকে হামলা চালাতে থাকে এই চার জন বন্দুকবাজ।
পাকিস্তানের সবচেয়ে জনবহুল শহর করাচিতে সোমবার সকালে এই হামলার জেরে আতঙ্ক ছড়িয়েছে। স্টক এক্সচেঞ্জের মূল গেট দিয়ে ঢুকেই গ্রেনেড ছুঁড়তে থাকে। গ্রেনেড বিস্ফোরণের শব্দে কেঁপে ওঠে পুরো এলাকা।
তবে বেশ কিছুক্ষণ লড়াই চলার পর হামলাবাজ চার বন্দুকবাজকেই খতম করেছে পুলিশ বলে জানা গিয়েছে। গোটা বিল্ডিংটি ঘিরে ফেলা হয়েছে। ভবনের ভিতরে আরও কোনও আততায়ী লুকিয়ে আছে কিনা, খুঁজে দেখা হচ্ছে। এখনও পর্যন্ত এই হামলায় দুইজন সাধারণ মানুষের মৃত্যু হয়েছে। আহতদের নিকটবর্তী হাসপাতালে ভর্তি করা হয়েছে।