মার্কিন যুক্তরাষ্ট্রের ওয়াশিংটনে ফের বন্দুকবাজের হামলা, এক পুলিশ সহ আহত বেশ কয়েকজন

যুগশঙ্খ, ওয়েবডেস্ক: মার্কিন যুক্তরাষ্ট্রের ওয়াশিংটনের ডিসিতে ফের বন্দুকবাজের হামলা। স্থানীয় সময় রবিবার রাতে আচমকা গুলি চালিয়েছে বন্দুকধারী। পথচারীদের লক্ষ্য করে গুলি চালানোর ঘটনায় বেশ কয়েকজন আহত হয়েছে। আহতদের মধ্যে পুলিশ সদস্যও রয়েছে।
ওয়াশিংটন ডিসির পুলিশ জানিয়েছে, ঘটনাটি ঘটেছে নর্থওয়েস্ট ওয়াশিংটনে।
যেখানে গুলি চালানো হয়েছে তার অনতিদূরেই চলছিল একটি গানের কনসার্ট। এ ঘটনায় আহত পুলিশ সদস্য সম্পর্কে বিস্তারিত কিছু জানানো হয়নি।
তবে পুলিশের একজন সদস্য জানিয়েছেন, তার আহত সহকর্মীর পায়ে গুলি লেগেছে। সেখানে বেশ কয়েকজন গুলিবিদ্ধ হয়েছে।
মেট্রোপলিটন পুলিশ বিভাগের তরফ থেকে জানানো হয়েছে, ইউ স্ট্রিটে গুলি চালানোর ঘটনা ঘটেছে। গুলিবিদ্ধদের একজন পুলিশ সদস্য।
গুলি চালানোর একটি ভিডিও ছড়িয়ে পড়েছে সোশ্যাল মিডিয়ায়। সেই ভিডিওতে দেখা যায়, রাস্তায় পড়ে থাকা লোকদের সাহায্য করছে পুলিশ।