সোশ্যাল মিডিয়ায় “সবুজের অভিযান” গ্ৰুপ করে সবুজ রক্ষায় বার্তা প্রদান করছে হলদিয়ার এক স্বেচ্ছাসেবী সংগঠন

জেলা প্রতিনিধি: শিল্প শহর হলদিয়ার এক স্বেচ্ছাসেবী সংগঠন সোশ্যাল মিডিয়ায় গ্ৰুপ করে মানুষের কাছে সবুজ রক্ষার বার্তা পৌঁছাচ্ছে।”সবুজের অভিযান” নামক ওই গ্ৰুপের লক্ষ্য সবুজ রক্ষার পাশাপাশি হলদিয়াতে চারা গাছের সংখ্যা বাড়ানো,চারা বিতরণ,দূষণ প্রতিরোধে সহায়তা করা।সোস্যাল মিডিয়ায় এই গ্রুপের সদস্যরা আজ হলদিয়ায় বাসুদেবপুর গভ:স্পনসর্ড স্কুলের ক্যাম্পাসে মিলিত হয়ে ১১ টি লেবু চারা লাগায়।বিদ্যালয়ের প্রধান শিক্ষক অনুপম বিশ্বাস গাছগুলো রক্ষণাবেক্ষণ করবেন বলে অঙ্গীকারবদ্ধ হয়।
হলদিয়া এস.সি,এস.টি অ্যান্ড ও.বি.সি সমাজ কল্যাণ সমিতির উদ্যোগে আম্বেদকর ভবনে থেকে গত জুন মাস থেকে হলদিয়া গ্ৰামীণ ও পৌর এলাকার মানুষের হাতে চারা গাছ বিতরণ করা হচ্ছে।ওই সংগঠনের সভাপতি রাম প্রসাদ দাস বলেন হলদিয়া কে দূষণের হাত থেকে রক্ষা করতে ও সবুজ রক্ষা করতে আমরা “সবুজের অভিযান” নামে সোস্যাল মিডিয়া তে একটি গ্ৰুপ তৈরি করেছি।যে গ্ৰুপে প্রত্যেকদিন নিয়ম করে সবুজ রক্ষায় বার্তা প্রদান করা হচ্ছে।শুধু চারাগাছ রোপণ নয়, চারা তৈরি ও গাছ পরিচর্যার বিভিন্ন কৌশল ওই গ্ৰুপে পোস্ট করা হয়।