পশ্চিমবঙ্গহেডলাইন
নিকাশি নালা না থাকায় অল্পতেই জলমগ্ন হলদিবাড়ি শহরের ব্যস্ততম রাস্তা

অরূপ দেবনাথ,হলদিবাড়ি: সুষ্ঠু নিকাশি ব্যবস্থা না থাকায় অল্পতেই জলমগ্ন হলদিবাড়ি শহরের ব্যস্ততম রাস্তা এতেই ক্ষোভের সঞ্চার স্থানীয়দের মধ্যে।
হলদিবাড়ি শহরের জেবিসি মোড় থেকে হলদিবাড়ি হাসপাতাল পর্যন্ত রাস্তাটি রবিবারের বৃষ্টিতে জলমগ্ন হয়ে পড়ে। ফলে অসুবিধায় পরতে হয় হাসপাতালে আসা রোগী ও রোগীর আত্মীয়দের।এছাড়াও ওই রাস্তার মধ্যেই পরে হলদিবাড়ি বিডিও অফিস ও দমকল বিভাগের অফিস।এই ব্যস্ততম রাস্তায় প্রায় হাটু পর্যন্ত জল জমে যাওয়ায় ক্ষোভের সঞ্চার হয় স্থানীয়দের মধ্যে।
স্থানীয়রা বলেন সুষ্ঠু নিকাশিনালা না থাকার দরুন বৃষ্টি হলেই এই রাস্তায় জল দাঁড়িয়ে পড়ে যার ফলে অসুবিধার সম্মুখীন হতে হয় সাধারণ মানুষদের।